1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিহানার ছবি

৬ জুলাই ২০১২

গায়িকা থেকে নায়িকা হলেন পপ তারকা রিহানা৷ অ্যাকশন থ্রিলার ঘরানার ‘দ্য ব্যাটলশিপ’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে এই পপ তারকার৷ আর জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর অভিনীত প্রথম ছবিটি এবার মাতালো ঢাকার চলচ্চিত্র প্রেমীদের৷

https://p.dw.com/p/15SGU
ছবি: AP

হলিউডি সিনেমা প্রচারের ধারাবাহিকতায় স্টার সিনেপ্লেক্স এবার দেখাচ্ছে ‘ব্যাটলশিপ'৷ পপগায়িকা রিহানা অভিনীত সায়েন্স ফিকশন ‘ব্যাটলশিপ' সিনেমাটি শুক্রবার বাংলাদেশে মুক্তি পেল৷ গ্রহান্তরের আগন্তুকেরা পৃথিবী আক্রমণ করে বসেছে৷ তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে নৌবাহিনীর কয়েকটি রণতরি৷ এমন কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ব্যাটলশিপ সিনেমাটি৷

পরিচালক পিটার বার্গ ‘ব্যাটলশিপ' ছবিটি তৈরি করতে গিয়ে মার্কিন নৌবাহিনীর বেশ সহযোগিতা নেন৷ বার্তা সংস্থা রয়টার্স এর সাথে সাক্ষাৎকারে এ ব্যাপারে বার্গ বলেন, ‘‘মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং নৌবাহিনীর সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল৷ কারণ আমার বাবা একজন সামুদ্রিক ঘটনা প্রবাহের বিশেষজ্ঞ এবং ঐতিহাসিক ছিলেন৷ ফলে আমি ছোট থেকেই অনেকবার নৌজাদুঘর ঘুরে দেখেছি৷ তবে মার্কিন নৌবাহিনীর সরঞ্জাম ব্যবহার করার সময় আমাকে সতর্ক থাকতে হয়েছে, যাতে করে ছবির শুটিং করতে গিয়ে তাদের বিধিবিধানের সীমা ছাড়িয়ে না যায়৷''

ছবিটিতে আরো অভিনয় করেছেন টেলর কিটশ, লিয়াম নিসন এবং ব্রুকলিন ডেকার৷ প্রায় ২১ কোটি ডলার বাজেটের সিনেমাটি মুক্তির পর থেকে এ পর্যন্ত আয় করেছে প্রায় ৩৫ কোটি ডলার৷ ‘ব্যাটলশিপ' সিনেমাটি ১৮ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়৷ ছবিটির নামকরণ করা হয়েছে হাসব্রো বোর্ড গেম থেকে৷ সেটিতে দুইজন খেলোয়াড় চেষ্টা করতে থাকে একে অপরের জাহাজ ডোবানোর৷

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো অভিনেত্রী হিসেবে পর্দায় হাজির হয়েছেন জনপ্রিয় পপগায়িকা রিহানা৷ প্রথম ছবিতে অভিনয় প্রসঙ্গে রিহানা জানিয়েছেন, ‘চমকপ্রদ ঘটনাবিন্যাসের মাধ্যমে ছবিটি নির্মিত হয়েছে৷' নিপুণ অভিনয়ের জন্য তিনি পরিচালকদের দৃষ্টি কাড়তেও সক্ষম হয়েছেন৷ সিনেমাতে অস্ত্র বিশেষজ্ঞ কোরা রেইকস চরিত্রে তাঁর অভিনয় দর্শক-সমালোচক মহলে দারুণ প্রশংসা পেয়েছে৷ এছাড়া রিহানার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন স্বয়ং পরিচালক বার্গও৷ তারই সূত্র ধরে এবার ‘দি ফাস্ট অ্যান্ড দি ফিউরিয়াস' সিনেমার ষষ্ঠ পর্বে খল চরিত্রে অভিনয় করবেন ২৪ বছর বয়সি এ গায়িকা ও অভিনেত্রী৷

এএইচ / এসবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য