1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আযাদকে ফাঁসির আদেশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ জানুয়ারি ২০১৩

জামায়াতে ইসলামীর সাবেক নেতা আবুল কালাম আযাদকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইবুনাল ২-এর তিন সদস্য এ রায় ঘোষণা করেন৷ এটা যুদ্ধাপরাধ মামলার প্রথম রায়৷

https://p.dw.com/p/17O6N
GettyImages 159811313 Bangladeshi Attorney General Mahbubey Alam talk to journalists following the verdict at the International Crimes Tribunal court premises in Dhaka on January 21, 2013. Bangladesh's controversial war crimes court sentenced to death a top Islamic televangelists for genocide and other atrocities during the country's 1971 liberation struggle against Pakistan, a prosecutor said. Maolana Abul Kalam Azad who has been on the run for about a year is the first person to have been convicted by the controversial International Crimes Tribunal, created by the country's secular government to try suspected war criminals. AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান যে, এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে৷ তবে আপিল করতে হলে আবুল কালাম আযাদকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে হবে৷ছবি: AFP/Getty Images

আবুল কালাম আযাদের বিরুদ্ধে ৮টি অভিযোগের ৭টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে৷ তাই একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা ও ধর্ষণের মতো অপরাধ এবং অপরাধে সহযোগিতার অভিযোগে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়৷ রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান যে, এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ আছে৷ তবে আপিল করতে হলে আবুল কালাম আযাদকে এক মাসের মধ্যে আত্মসমর্পণ করতে হবে৷ বর্তমানে আবুল কালাম আজাদ পলতাক আছেন৷

Members of Bangladesh Muktijoddha Sangsad, a welfare association for combatants who fought during the war for independence from Pakistan in 1971, shout slogans after a war crimes tribunal sentenced Abul Kalam Azad to death in Dhaka January 21, 2013. Bangladesh's war crimes tribunal sentenced a popular Islamic televangelist to death on Monday, the first verdict by the controversial body set up to probe abuses during the country's bloody struggle for independence. Azad, a former member of Bangladesh's biggest Islamist party, was found guilty of torture, rape and genocide. Police believe he fled to Pakistan last April and he was tried in absentia. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: CRIME LAW POLITICS CONFLICT)
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরেছবি: Reuters

সোমবার রায় ঘোষণার সময় ট্রাইবুনালে আবুল কালাম আযাদের কোনো আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন না৷ তবে তার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান রায়ের বিরুদ্ধে আপিলের কথা বলেন৷

এদিকে, এই রায়ের পর দেশের সুশীল সামজের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন৷ তাঁরা একে ঐতিহাসিক রায় অভিহিত করে দ্রুত বাস্তবায়নের দাবি জানান৷ আর আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এই রায়কে যথার্থ বলে মন্তব্য করেন৷ সাধারণ মানুষও জানান তাঁদের প্রতিক্রিয়া৷

গত বছরের ৩রা এপ্রিল ট্রাইবুনাল আবুল কালাম আযাদকে গ্রেপ্তারের নির্দেশ দেয়৷ আর তখনই তিনি আত্মগোপনে চলে যান৷ তিনি দেশের বাইরে পালিয়েছেন বলে জানায় পুলিশ৷ তাই তার অনুপস্থতিতেই বিচার কাজ শেষ হয়৷ পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার ডয়চে ভেলেকে জানান, তিনি কোন দেশে আছেন তা তাঁরা জানতে পেরেছেন৷ তাঁরা চেষ্টা করছেন আবুল কালাম আযাদকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনতে৷

২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রতিষ্ঠা করা হয়৷ ট্রাইবুনালে মোট ১৭টি মামলা আছে৷ আবুল কালাম আযাদের বিরুদ্ধে রায়ের পর, এখন আরেক জাময়াত নেতা আব্দুল কাদের মোল্লার মামলার রায় দেয়া হবে যে কোনো দিন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য