1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অসন্তুষ্ট জামায়াত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ জানুয়ারি ২০১৩

জামায়াত নেতা গোলাম আযম, নিজামী এবং সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা পুনর্বিচারের আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল৷ তবে সাঈদীর মামলায় পুনরায় সমাপনী যুক্তি-তর্ক উপস্থাপন করা যাবে৷

https://p.dw.com/p/17CpD
ছবি: AP

বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্ব ট্রাইবুনাল ১ আদেশে বলেছে, ট্রাইবুনালের আইন অনুযায়ী কোনো মামলা পুনর্বিচারের সুযোগ নেই৷ তাছাড়া আসামি পক্ষের আইনজীবীরা যে তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন, তা হ্যাকিং-এর মাধ্যমে পাওয়া৷ প্রচলিত আইনে হ্যাকিং অপরাধ৷ তবে আদালত দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলায় ফের সমাপনী যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ দিয়েছে৷ ১৩ এবং ১৪ই জানুয়ারি রাষ্ট্রপক্ষ এবং ১৫ থেকে ১৭ই জানুয়ারি আসামিপক্ষ যুক্তি-তর্ক উপস্থাপনের সুযোগ পাবেন৷ এই মামলাটি রায়ের অপেক্ষায় ছিল৷ আর গোলাম আযমের মামলার যুক্তি-তর্ক উপস্থাপন শুরু হবে আগামী ৭ই জানুয়ারি থেকে৷ বৃহস্পতিবার ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম৷

তবে জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই আদেশে ক্ষোভ জানিয়ে এর ‘রিভিউ' আবেদনের কথা বলেন৷

অন্যদিকে, ট্রাইবুনাল ২-এ জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মামলারও পুনর্বিচারের আবেদন করা হয়েছে বৃহস্পতিবার৷ রবিবার এই আবেদনের শুনানি হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য