মুক্তিযোদ্ধা সুলতানা কামাল | পাঠক ভাবনা | DW | 27.10.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মুক্তিযোদ্ধা সুলতানা কামাল

মোনালিসা পর্বে মুক্তিযোদ্ধা সুলতানা কামাল সম্পর্কে সুন্দর প্রতিবেদন প্রচার করার জন্য ডয়চে ভেলেকে অনেক অনেক ধন্যবাদ৷ অসিত কুমার দাশ মিন্টু , চট্টগ্রাম থেকে জানিয়েছেন৷

মোনালিসা পর্বে মুক্তিযোদ্ধা সুলতানা কামালের সাক্ষাৎকার শুনলাম৷ তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন জানতাম না৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপার, গোপালগঞ্জ৷

বগুড়া থেকে শ্রোতাবন্ধু রাজ্জাক হোসেনের কাছেও সুলতানা কামালের সাক্ষাৎকারটি খুবই ভালো লেগেছে লিখেছেন৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচারের জন্য ধন্যবাদ৷ এই আলাপচারিতা শুনে অনেক পুরনো, চমকপ্রদ তথ্য জেনেছি৷ মন্তব্য গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদের৷

সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনলাম৷ দীর্ঘ সময়ের সাক্ষাৎকারটি প্রচণ্ড ভালো লেগেছে, খুলনার শ্রোতাবন্ধু স্বাধীনের কাছে৷

প্রধানমন্ত্রীর চমৎকার সাক্ষাত্কারটি প্রচারের জন্য ধন্যবাদ দিয়েছেন তিলডাংগা, দাকোপ থেকে শ্রোতাবন্ধু মুকুল সরদারও৷

আজ সকালের অনুষ্ঠানে আরব বিশ্বের নতুন গণতান্ত্রিক দেশগুলো কিভাবে দেশ পরিচালনা করবে সে সম্পর্কে প্রতিবেদন ভাল লেগেছে, লিখেছেন এম এ রশিদ চৌধুরী, আজমপুর, কুষ্টিয়া থেকে৷

‘ইটালির উত্তরাঞ্চলে বোলোনিয়ায় অনুষ্ঠিত সপ্তম বায়োগ্রাফি ফিল্ম' উৎসবে দর্শক পুরস্কার জিতেছে ফ্যাশন জগতের ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বিবি রাসেল৷ তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সিল্কেন সিনার্জি' সম্পর্কে জেনে বেশ ভাল লাগলো, জানা গেল বিবি রাসেল সম্পর্কে অনেক অজানা তথ্য৷ মন্তব্য হেলাতলা, খুলনা থেকে শ্রোতাবন্ধু রমেশ শাহানীর৷

আশা ও বিশ্বাস খুব ভাল আছেন বিভাগের সকলে৷ ক্লাবের পক্ষ হতে প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ বিজ্ঞান ডটকম পর্বে ল্যাপটপ দোয়েল সম্পর্কে জানলাম৷ খুব ভাল লাগল এমন একটি পরিবেশনা শুনে৷ আসলে এমন সব অসাধারণ পরিবেশনা একমাত্র ডয়েচে ভেলে পৌঁছে দিতে পারে আমাদের মত শ্রোতাদের কাছে৷ ধন্যবাদ ডয়েচে ভেলেকে এমন পরিবেশনার জন্য৷ বাপি দেবনাথ, শহীদমুক্তিযোদ্ধা ডিএক্সিং ক্লাব, ঘোষনগর, তালা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক