1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের সংসদে অচলাবস্থা

অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি২৭ নভেম্বর ২০১২

খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে সংসদে ভোটাভুটিসহ আলোচনার দাবিতে মঙ্গলবারও সংসদ অচল করে রাখে বিরোধীপক্ষ৷ সরকার আলোচনায় রাজি, কিন্তু ভোটাভুটিতে নয়৷ সংসদের অচলাবস্থার জন্য রাজনৈতিক দলগুলিকে ধিক্কার জানিয়েছে নাগরিক সমাজ৷

https://p.dw.com/p/16qWS
ছবি: AP

মঙ্গলবার চতুর্থ দিনেও সংসদ উত্তাল বিদেশি লগ্নি ইস্যুতে৷ বিরোধীপক্ষ সংসদের ১৮৪ ধারা অনুযায়ী ভোটাভুটিসহ আলোচনার দাবিতে অনড়৷ সরকার রাজি স্রেফ আলোচনায়৷ এই নিয়েই অচলাবস্থা৷ সর্বদলীয় বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ভোটাভুটি হলে আন্তর্জাতিক বাজারে ভুল বার্তা যাবে৷ রাজকোষে ঘাটতি যথেষ্ট৷ বৈঠকে তৃণমূলের নাটকীয় অবস্থান সরকারকে স্বস্তি দিয়েছে৷ তৃণমূল ভোটাভুটির ওপর জোর না দিয়ে সংসদের স্পিকারের সিদ্ধান্ত মেনে নেবার কথা বলেছে৷

পাশাপাশি কংগ্রেস-জোট সরকারের শরিক দলগুলির বৈঠকে সরকারকে পুরোপুরি সমর্থনের আশ্বাস দেয়া হয়৷ সংসদীয়মন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, শরিক দলগুলি আলোচনা বা বিতর্কে সরকারের পাশে আছে৷ সরকারকে বাইরে থেকে সমর্থন করা এসপি এবং বিএসপি দলও সরকারের পক্ষে৷ এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংখ্যা নিয়ে চিন্তিত নন৷ স্পিকারের সিদ্ধান্ত মেনে নেবেন৷

সংসদের লাগাতার অচলাবস্থায় সুশীল সমাজ অত্যন্ত ক্ষুব্ধ৷ ধিক্কার জানিয়েছে রাজনৈতিক দলগুলিকে৷ বলেছে সংসদীয় গণতন্ত্রে এ জিনিষ চলতে পারেনা৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত আলাপচারিতায় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. অমল মুখোপাধ্যায় বললেন, সরকারকে অচল করে দেয়া গুরুতর অন্যায়৷ মূল সংঘাতটা দেখা দিয়েছে, একদিকে রাজনৈতিক স্বার্থ, অন্যদিকে সংসদের মহিমা বা গরিমা৷ রাজনৈতিক দলগুলি তাদের স্বার্থসিদ্ধির জন্য সংসদের গরিমাকে উপেক্ষা করছে৷

মূল ইস্যু এফডিআই নিয়ে শুধু আলোচনা, না ভোটাভুটিসহ আলোচনা? ড. মুখোপাধ্যায়ের মতে, এফডিআই নিয়ে সিদ্ধান্ত সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত৷ এটা নীতিগত সিদ্ধান্ত নয়৷ প্রশাসনিক সিদ্ধান্তে ভোটাভুটি আইন বিরুদ্ধ৷ সরকারকে অপদস্থ করতেই বিরোধীপক্ষ ভোটাভুটি চাইছে৷

আর্থিক ক্ষতি সম্পর্কে তিনি মনে করেন, বিরোধীরা জনগণকে ঠকাচ্ছে, পকেট কাটছে৷ প্রতি মিনিটে সংসদের সময় মূল্য ৬,০০০ টাকা৷ এইভাবে দিনের পর দিন সংসদ অচল করার অর্থ কোটি কোটি টাকার অপচয়৷

বর্তমান অচলাবস্থার সমাধানে রাজনৈতিক মূল্যবোধের ওপর জোর দিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ নিশ্চয় থাকবে, কিন্ত রাজনৈতিক স্বার্থ থেকে সঙ্কীর্ণতা দূর করতে হবে৷ সেটার জন্য দরকার মূল্যবোধ৷ সেটা না থাকলে তার মূল্য চুকাতে হবে নির্বাচনে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য