‘বাংলা বিভাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ’ | পাঠক ভাবনা | DW | 08.03.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলা বিভাগের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ’

প্রিয় বন্ধুরা, প্রতিদিন আমি অনুষ্ঠানে আপনাদের পাঠানো মতামত পড়ে শোনাই৷ আর আজ রেডিও অনুষ্ঠানের বিদায় লগ্নে নিজেই কিছু বলতে চাইছি৷

দীর্ঘ ৩৮ বছর যাদের জন্য এই বাংলা অনুষ্ঠান প্রচার হলো তারা হলেন আপনারা অর্থাৎ শ্রোতাবন্ধুরা৷ আর শ্রোতাবন্ধুদের সাথে ডয়চে ভেলের সুসম্পর্ক বজায় রাখা, বন্ধুত্বকে আরো সুদৃঢ় করা, এবং নতুন নতুন বন্ধুকে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তোলা – এটাই বাংলা বিভাগে আমার প্রধান দায়িত্ব৷ এই বন্ধুত্ব রক্ষা করতে দীর্ঘ ২৮ বছর আগে শ্রোতাদের কাছে হাতে লেখা চিঠি দিয়ে যার শুরু৷ আর এখন তা প্রায় স্মৃতি হয়ে গেছে৷

সে সময় চিঠি হাতে পেতে লেগে যেতো প্রায় দু'মাস৷ আর আজ প্রযুক্তির অগ্রগতিতে চিঠির জায়গায় আসছে ই-মেল, এসএমএস, ভয়েসমেল, টেলিফোন এবং সর্বশেষ ফেসবুক আর টুইটার৷ মুহূর্তেই আমরা জেনে যাচ্ছি আপনাদের মনের কথা৷ ফলে শ্রোতাবন্ধুদের সাথে ডয়চে ভেলের সম্পর্ক হয়েছে আরো নিবিড়, আমরা এসেছি আরো কাছাকাছি৷

বন্ধুত্ব টিকিয়ে রাখতে এ দায়িত্ব আমি পালন করছি অত্যন্ত আনন্দের সাথে৷ তবে কতটুকু সফল হয়েছি তা বলবেন আপনারা৷ শ্রোতাবন্ধুদের সংস্পর্শে এসে যে ভালোবাসা আর আন্তরিকতা আমি পেয়েছি, তা কোনদিনই ভুলতে পারবোনা৷ রেডিওতে আর কখনো এভাবে বলা হবেনা তাই বিদায় লগ্নে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ৷

বন্ধুরা, আগামীতে কথা হবে ফেসবুকে, দেখা হবে ওয়েবসাইটের পাঠক ভাবনায়৷ আর খুব শিগগিরই টেলিভিশনেও পাবেন ডয়চে ভেলেকে৷ সময়ের সাথে অনেককিছুই পাল্টে যায়৷ বদলে যায় মানুষের চাহিদাও৷ একথা আমরা কেউ আজ আর অস্বীকার করতে পারবোনা৷

তাই রেডিওকে হারিয়ে মন খারাপ নয় বন্ধুরা, চলুন হাতে হাত রেখে সময়ের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই৷ আর হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো৷ প্রাণপ্রিয় বন্ধুরা, ভালো থাকবেন৷ সবশেষে বাংলা বিভাগের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে রেডিও থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদেরই নুরুননাহার সাত্তার৷

নির্বাচিত প্রতিবেদন