পট পরিবর্তনের অপেক্ষায় | পাঠক ভাবনা | DW | 20.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পট পরিবর্তনের অপেক্ষায়

বন্ধু সোহেল রানা লিখেছেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ডয়চে ভেলের পাতায় নিয়মিত খবর পাচ্ছি, এতে সন্দেহ নেই৷ আপনাদের আজকের এই শিরোনামের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে শুধু আগামী ২৪ ঘণ্টা নয়, আগামী দিনগুলোও গুরুত্বপূর্ণ৷

তিনি আরো লিখেছেন, আসলেই একটা পট পরিবর্তনের অপেক্ষায় আছে আমাদের দেশের সাধারণ মানুষ৷ এঁরা কোনো দলের অন্ধ সমর্থক নয়, কিন্তু কোনো বিষয়ের পরিবর্তনে তাঁরা কিন্তু বেশ বড় ভূমিকা রাখে৷ ব্যক্তি পর্যায়ে কোনো কাজ করতে না পারলেও তাঁরা তাঁদের ভোটাধিকারের মাধ্যমে কিছুটা হলেও পরিবর্তনে অংশ নিতে পারে৷ আমরা আশা করছি, ভালো একটা পরিবেশ তৈরি হবে নির্বাচনের জন্য৷ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আমাদের সবার আশা৷ সব শেষে ডয়চে ভেলের কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ঢাকা থেকে সোহেল রানা তাঁর ই-মেলের ইতি টেনেছেন৷

এই ই-মেলটি লিখেছেন হরিপুর, পাবনা থেকে ডা. এস এম এ হান্নান৷ তিনি লিখেছেন, আমি অনেক মতামত পাঠাই পাঠকভাবনার পাতার জন্য এবং প্রায়ই তা পাতাতে দেখতেও পাই৷ তবে ‘শ্রেষ্ট পত্রলেখক' আর করা হচ্ছে না, সে জন্য হয়ত অনেকে লেখায় উৎসাহ হারিয়ে ফেলছেন৷ তারপরও আমি কিন্তু মতামত দিয়েই চলেছি৷ কিছু শেখার জন্য, কিছু জানার জন্য৷ তাই তো অন্বেষণ নিয়মিত দেখছি, ফেসবুকেও নিয়মিত আছি৷ শুধু ফোন করে আপনাদের সাথে কথা বলতে পারছি না৷ আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে তৃপ্ত বোধ করি, ভালো থাকবেন৷

-আমাদের আশা, মতামত জানানোর ব্যাপারে অন্য বন্ধুরাও যেন ডা. হান্নানের মতোই চিন্তা করেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন