1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারায়ণগঞ্জের প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময়

২৩ অক্টোবর ২০১১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময়ে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা বলেছেন, নির্বাচনে কোন কেন্দ্রে সন্ত্রাস বা কারচুপির ঘটনা ঘটলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হবে৷

https://p.dw.com/p/12xHG
সিইসি হুদা ও কমিশনার সাখাওয়াতছবি: DW/Samir Kumar Dey

নির্বাচন কমিশন সন্তুষ্ট না হওয়া পর্যন্ত যতবার প্রয়োজন ততবার ভোট গ্রহণ করা হবে৷ আর নির্বাচনের পরও দু'দিন সেনা মোতায়েন থাকবে৷

নারায়ণগঞ্জে মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা প্রথমে প্রার্থীদের বক্তব্য শোনেন৷ মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী অভিযোগ করেন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না৷ তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম ওসমানের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের অভিযোগ তোলেন৷ বিশেষ করে তাঁর ভাই স্থানীয় সংসদ সদস্য নাসিম ওসমান নির্বাচনকে প্রভাবিত করতে নানা তৎপরতা চালাচ্ছে বলে আইভীর অভিযোগ৷ তিনি ইলেকট্রনিক ভোটিং-এর এলাকা নিয়েও আপত্তি করেন৷ আর ৩০শে অক্টোবর নির্বাচনের দিন একজন নির্বাচন কমিশনারকে নারায়ণগঞ্জে উপস্থিত থাকার অনুরোধ জানান৷

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার দাবী করেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি হচ্ছে৷ তিনি নির্বাচন কমিশনকে বিষয়টি গভীরভাবে অনুসন্ধানের অনুরোধ জানান৷

এদিকে, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমান দাবী করেন, তাঁর বিরুদ্ধে কল্পিত এবং আজগুবি অভিযোগ করা হচ্ছে৷

প্রার্থীদের বক্তব্য শোনার পর প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা জানান, সবাই যাতে নিরাপদে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন৷ কোন কেন্দ্রে সন্ত্রাস বা কারচুপির ঘটনা ঘটলে সেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেয়া হবে৷

প্রধান নির্বাচন কমিশনার জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনের দিন কেন্দ্রগুলাতে সিসিটিভিও ব্যবহার করা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য