1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাসিক নির্বাচনের দুইদিন আগে সেনা মোতায়েন

১৬ অক্টোবর ২০১১

ভোটের দুই দিন আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ আর নির্বাচন কমিশন বলেছে ইলেকট্রনিক ভোটিং নিয়ে কোন সমস্যা হবে না৷ সাধারণ মানুষকে সচেতন করে তোলা হবে৷

https://p.dw.com/p/12sxz
বাংলাদেশে সেনা উপস্থিতি ছাড়া নির্বাচন বরাবরই বিতর্কিতছবি: AP

আগামী ৩০শে অক্টোবর নব গঠিত নারাণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচনে সেনা মেতায়েনের দাবী করে আসছেন অধিকাংশ প্রার্থী৷ আর সাধারণ মানুষেরও দাবী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সেনা মোতায়েনের৷ এতদিন নির্বাচন কমিশন বলে আসছিল প্রয়োজন হলে সেনা মোতায়েন করা হবে৷ কিন্তু আজ তারা সেনা মোতায়েনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়৷ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার ছহুল হোসাইন৷

আগেই নির্বাচনে ৯টি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন৷ বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার প্রথম থেকেই এই পদ্ধতির বিরোধিতা করে আসছেন৷ এমনকি আওয়ামী লীগের একজন প্রার্থী সেলিনা হায়াত আইভি অভিযোগ করেন প্রার্থীদের সঙ্গে আলাপ আলোচনা না করেই ইলেকট্রনিক ভোটিং-এর জন্য ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে৷ এর জবাবে নির্বাচন কমিশনার জানান, ইলেকট্রনিক ভোটিং পদ্ধতিতে কোন সমস্যা হবে না৷ ভোটারদের এ ব্যাপারে সচেতন করে তোলা হবে৷

নির্বাচন কমিশন জানায় ভোটের দুই দিন আগে সেনা মোতায়েনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য