‘দরকার অন্তরের পরিশুদ্ধি, মানবতাবোধের জাগরণ’ | পাঠক ভাবনা | DW | 23.01.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘দরকার অন্তরের পরিশুদ্ধি, মানবতাবোধের জাগরণ’

সুভাষ চক্রবর্তী লিখেছেন, ‘গৃহকর্মীদের দাসীর মর্যাদা না দিয়ে শ্রমিকের মর্যাদা দিতে হবে’ – এক কথায় এটি একটি অনবদ্য প্রতিবেদন৷ এই প্রতিবেদনের মধ্য দিয়ে গৃহকর্মীদের একটি অপ্রিয় হলেও চূড়ান্ত বাস্তব চিত্র ফুটে উঠেছে৷

ঘরকন্নার কাজে সহায়তাকারীদের প্রতি অসভ্য ও বর্বরোচিত আচরণ আধুনিক সভ্য সমাজে ভাবাই যায় না৷ অথচ বাস্তবে তাই ঘটে চলেছে৷ আমরাও যে নিজ নিজ পেশাগত কাজে প্রত্যেকেই এক এক জন শ্রমিক, এই বাস্তব সত্যটি ভুলে যাই সকলেই৷ কাজের মানুষদের বা অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির মানুষের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়াটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ৷ তবে সবচেয়ে আগে যেটা দরকার তা হলো, প্রতিটি মানুষের জীবনের মূল্যবোধকে সামাজিক স্বীকৃতি দেওয়া আর আমাদের অন্তরের পরিশুদ্ধি, মানবতাবোধের জাগরণ৷

তিনি আরো জানিয়েছেন, আজ ২৩শে জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন৷ প্রতি বছর এই দিনে নতুন দিল্লির রাজপথে ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য প্যারেডের মহড়া অনুষ্ঠিত হয়৷ এই দিনে যানবাহন চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণের কারণে অফিসে দুপুর একটার আগে আসা হয়ে ওঠে না৷ অফিসে এসেই আগে ওয়েবসাইট খুলে দেখে নিলাম বিভিন্ন বিষয়ের ওপর তুলে ধরা সর্বশেষ প্রতিবেদন৷ কারণ একটাই, ডয়চে ভেলের সাথে যে প্রতিদিন থাকতেই হবে, সেখানে যে আছে বিশ্বের নানা প্রান্ত থেকে সংগৃহীত সর্বশেষ ঘটনাবহুল প্রতিবেদনগুলো৷

Niedersachsen/ Der Kanzlerkandidat der SPD, Peer Steinbrueck, steht am Samstag (19.01.13) in Goettingen beim Strassenwahlkampf der SPD fuer die Landtagswahl 2013 in Niedersachsen vor roten Luftballons. Die Wahl findet am Sonntag (20.01.13) statt. Foto: Swen Pfoertner/dapd

পেয়ার স্টাইনব্রুক

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে আমি আজকের জার্মানিতে নেতাজিকে কেমন চোখে দেখা হয়, সে বিষয়ে জানতে চাই৷ ২৩শে জানুয়ারি জার্মানির কোথাও নেতাজির জন্মদিন পালন করা হয় কি? উত্তরের আশায় থাকলাম৷ সুখময় মাজী, গঙ্গাজলঘাটী, বাঁকুড়া৷

সম্প্রতি কিছু শ্রোতা আমার সম্মান নষ্টের জন্য আমার উপর হিংসা পরায়ন হয়ে বিভিন্ন বেতারে আমার নাম দিয়ে কুভাষায় চিঠি লিখছে৷ আপনাদের কাছে অনুরোধ, আমার নামে আসা কোনো ভিক্তিহীন চিঠির উত্তর দেবেন না৷ শুভেচ্ছান্তে মো. রাসেল সিকদার, সভাপতি জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

লোয়ার স্যাক্সনির নির্বাচনে এসডিপি প্রার্থী পেয়ার স্টাইনব্রুকের জয় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের অস্বস্তি বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই৷ আঙ্গেলা ম্যার্কেলের নাম ও জার্মানিতে তাঁর সম্বন্ধে ডয়চে ভেলে থেকে জানার সুযোগ পেয়েছি৷ ব্যক্তি হিসেবে তাঁকে কখনোই খারাপ মনে হয়নি৷ পিয়ার স্টাইনব্রুক সম্বন্ধে বিশেষ কিছু জানা নেই৷ ম্যার্কেল দীর্ঘদিন চ্যান্সেলার পদে থাকার কারণে তাঁর গৃহীত পদক্ষেপগুলি হয়ত বা কারো কারো খারাপ লাগতে পারে৷ না হলে বিরোধী পক্ষের এসডিপি প্রার্থী পেয়ার স্টাইনব্রুক লোয়ার স্যাক্সনির নির্বাচনে এতটা সাফল্য হয়ত পেতেন না৷

Israel's Prime Minister Benjamin Netanyahu touches the Western Wall in Jerusalem's Old City after casting his ballot for the parliamentary election January 22, 2013. Israelis look set to elect Netanyahu to a third term with a smaller majority on Tuesday, pushing the Jewish State even further to the right, away from peace with Palestinians and towards a showdown with Iran. REUTERS/Uriel Sinai/Pool (JERUSALEM - Tags: POLITICS ELECTIONS)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু একতাবদ্ধ ইসরাইল গঠনের যে আহ্বান জানিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে৷ লিকুদ পার্টি পুনরায় জয়ী হবে, কিন্তু সেই জয়টাও হবে খুব কষ্ট-সৃষ্টে – এমনটাই মনে করেন জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিরা৷ হোম পার্টির নাফতালি বেনেট ভোটারদের মনে কিছুটা জায়গা করে নিতে পেরেছেন৷ ফলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্ষমতা কিছুটা হলেও ধাক্কা খাবে বলেই মনে হয়৷ শুভেচ্ছাসহ বিশ্বনাথ মণ্ডল, সভাপতি ওয়ার্ল্ড রেডিও ক্লাব, চক হড়হড়িয়া, ইসলামপুর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত৷

- মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন