1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উচ্চশিক্ষা

৩ সেপ্টেম্বর ২০১২

বিদেশে পড়তে গেলে প্রথম যে বিষয়টি চলে আসে তা হলো ভাষা৷ ইংল্যান্ড-অ্যামেরিকা হোক কিংবা অন্য কোন ভাষার দেশ হোক, সেদেশের ভাষা জানাটা জরুরি৷ তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেটি কতটুকু দরকার? জার্মানির অবস্থা এই ক্ষেত্রে কেমন?

https://p.dw.com/p/162RD
A woman walks inside the Goethe-Institut in Athens February 22, 2012. The rush among Greeks to learn German may seem odd after the war of words between the two countries, with Athens fuming at German accusations of financial mismanagement and some Greek media playing on Nazi caricatures of Berlin politicians. Yet for institute director Ruediger Bolz, who has run the Institut for the last six years, there is no mystery: his Greek pupils are happy to side-step politics and face up to harsh economic realities by acquiring new skills. Picture taken February 22, 2012. REUTERS/Yiorgos Karahalis (GREECE - Tags: EDUCATION POLITICS SOCIETY BUSINESS EMPLOYMENT LOGO)
ছবি: Reuters

জার্মানিতে পড়তে আসার জন্য বাংলাদেশের অনেক শিক্ষার্থীই ইদানিং আগ্রহ দেখাচ্ছেন৷ তবে সেই ক্ষেত্রে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে ভাষা৷ আমাদের দেশে ছোটবেলা থেকেই ইংরেজি শেখানোর কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগটা সহজ বলে মনে হয়৷ তবে সেদেশে পড়তে গেলেও কিন্তু টোফেল কিংবা আইএলটিএস দিয়েই যেতে হয়৷ অন্যদিকে জার্মানির বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে ‘টেস্টডাফ' কিংবা ‘ডিএসএইচ' পরীক্ষাটি দিতে হয়৷ তবে এই ক্ষেত্রে অনেক ছাড় রয়েছে৷ যেমন বিজ্ঞান বিষয়ক বিষয়গুলো পড়তে গেলে জার্মান ভাষাটা ততটা জরুরি হয়ে ওঠে না৷ যেমন আখেন ইউনিভার্সিটির ছাত্র আবদুল্লাহ আল মামুন৷ তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে মাস্টার্স করছেন৷ জার্মানিতে আসার আগে তিনি ইটালিতেও এক বছর পড়াশোনা করেছেন৷ নিজ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ইউরোপে পড়াশোনার ক্ষেত্রে আমি আসলে কোন ধরণের সমস্যার মুখে পড়ি নাই৷ আমাদের প্রফেসর এবং টিচার অ্যাসিস্টেন্টরা যেভাবে আমাদের ক্লাস নেয় কিংবা ওয়েব পোর্টালের মাধ্যমে যেভাবে আমরা পড়াশোনা করি তাতে খুব একটা সমস্যা হয় না৷ ক্লাসের বেলায় সবই ইংরেজিতে, এমনকি রেফারেন্স বুকগুলোও ইংরেজিতে হয়৷ তাই পড়াশোনার ক্ষেত্রে কোন সমস্যা নেই৷ তবে আশেপাশে চলতে গেলে, কোথাও কেনাকাটা করতে গেলে ভাষাটা জানতে হয়৷ এটি খুবই স্বাভাবিক, ইউরোপে আসবো ভাষাটা জানবো না?''

Week 36/12 LS1-Campus: German language in Study in Germany - MP3-Mono

তবে সবার বেলাতে যে মামুনের মত অভিজ্ঞতা হয় তা কিন্তু নয়৷ এই যেমন সাবরিনা ফাতিমার কথাই বলা যাক৷ গ্যোটিঙেন ইউনিভার্সিটিতে হাইড্রোজিওলজি নিয়ে মাস্টার্স করছেন তিনি৷ তার কাছে মনে হয়েছে, ভাষার কারণে তার সমস্যা হচ্ছে৷ তিনি বলেন, ‘‘ এখানে ভাষাটা একটা বড় সমস্যা৷ যদিও আমি ইংরেজি মাধ্যমে পড়ছি, তবে আমার সিলেবাসটাও জার্মান ভাষাতে দেওয়া৷ এই একটাই সমস্যা আমি মোকাবিলা করেছি৷ এর বাইরে আমার তেমন কোন সমস্যা হয় নি৷ আর আমরা আমাদের বিভাগের চেয়ারম্যানের সঙ্গে মিটিংএও বিষয়টি তুলে ধরেছি৷ তারাও বিষয়টি স্বীকার করেছেন৷ পড়াশোনাটা ইংরেজি মাধ্যমে হলেও এর বাইরে সবকিছুই জার্মান ভাষাতে৷''

এই সমস্যা দূর করতে জার্মানিতে দিন দিন বাইলিংগুয়াল বা দ্বিভাষিক কোর্সের সংখ্যা বাড়ছে৷ এর আওতায় জার্মান এবং ইংরেজি দুটোরই সুযোগ থাকছে৷ ফলে এই দুই ভাষাতেও ছাত্রছাত্রীদের দক্ষতা দরকার৷ তবে শিক্ষাজীবন শেষে যদি কেউ জার্মানিতে ক্যারিয়ার গড়ে তুলতে চায় তাহলে তাকে অবশ্যই জার্মান জানতে হবে, এমন মত দিলেন সাবরিনা ফাতিমা৷ তার ভাষায়, ‘‘আমার কাছে মনে হয়েছে এখানে ভাষা জানাটা খুব জরুরি৷ ভাষাটা জানলে এখানে ক্যারিয়ার করা খুব সহজ হবে বলে আমার মনে হয়৷ তাই জার্মানিতে যারা আসতে চায় তারা জার্মান কিংবা ইংরেজিতে যে মাধ্যমেই পড়ুক না কেন, তাদের এই বিষয়টির ওপর জোর দিতে হবে৷ এছাড়া কেউ যদি পড়াশোনার পর জার্মানিতে থেকে যেতে চায় তাহলে জার্মানটা জানতে হবে৷''

শ্রোতাবন্ধুরা আপনাদের কাছ থেকে আমরা অনেক সময় চিঠি পেয়ে থাকি জার্মানিতে পড়াশোনা নিয়ে৷ আপনারা সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির খবরাখবর জানতে চান৷ আপনাদের প্রতিটি চিঠির জবাব সঙ্গত কারণেই আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়৷ এই জন্য আমরা প্রতি সপ্তাহে এই ক্যাম্পাস অনুষ্ঠানটি করে থাকি৷ যেখানে জার্মানিতে পড়াশোনার নানা দিক তুলে ধরা হয়৷ আর জার্মানিতে পড়াশোনার বিস্তারিত তথ্য আপনারা সবসময় পাবেন আমাদের ওয়েবসাইটে, ঠিকানা dw.de/bengali.

Elite-Universitäten in Deutschland
জার্মানির সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পড়ে (ওপরে বাঁ থেকে নীচে ডাইনে) আখেন, বার্লিন, ফ্রাইবুর্গ, গ্যোটিংগেন, হাইডেলবের্গ, কার্লসরুহে, কনস্টান্স এবং মিউনিখছবি: dapd/picture-alliance/dpa/DW

এছাড়াও আপনারা বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন৷ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে স্টুডেন্ট সেন্টার, যাদের কাজ হলো আগ্রহীদের প্রশ্নের জবাব দেওয়া৷ তাই সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনাদের কোন প্রশ্ন থাকলে সরাসরি জার্মানির যে কোন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেন্টারে ইমেল করা৷ ইমেল আপনারা ইংরেজিতেই লিখতে পারেন৷ আশা করা যায় আপনারা সেসব প্রশ্নের জবাব পাবেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য