1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদার চিঠির জবাব দিলো ভারত

২৬ নভেম্বর ২০১১

টিপাইমুখ বাঁধ নিয়ে বিরোধী দলীয় নেত্রীর চিঠির উত্তর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ এদিকে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, ভারত একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ৷

https://p.dw.com/p/13Hh0
বাংলাদেশের বিরোধী নেত্রী খালেদা জিয়াছবি: AP

টিপাইমুখ বাঁধ নিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার চিঠির উত্তর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ গত ২২শে নভেম্বর খালেদা জিয়ার চিঠিটির উত্তর ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো হলেও সেটি দেশটির ঢাকাস্থ হাই কমিশন থেকে বিএনপি কার্যালয়ে পৌঁছানো হয় শনিবার সকালে৷ চিঠি প্রাপ্তির কথা জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমশের মবিন চৌধুরী টেলিফোনে বলেন, ভারতীয় দূতাবাসের একজন কর্মকর্তা সকালেই চিঠিটি পৌঁছে দেন৷ তবে এই মুহুর্তে চিঠির বিস্তারিত বলা যাবে না৷ চিঠিতে কিছু টেকনিক্যাল বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে৷ বিএনপি চেয়ারপার্সন খুলনা রোডমার্চ থেকে ফিরে এলে চিঠির বক্তব্য দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে৷

Manmohan Singh Indien Ministerpräsident
ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: AP

টিপাইমুখে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়ার পর এর প্রতিবাদ জানিয়ে ২২শে নভেম্বর খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি পাঠান৷ চিঠিতে তিনি টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপ পরিচালনার আহবান জানান৷ চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, একতরফাভাবে বাঁধ নির্মাণ সমীচীন নয়৷ কিন্তু ভারত সে কাজটিই করছে৷ এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি সরকার৷ টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে৷ নাব্যতা হারাবে নদী৷ ওই অঞ্চলের হাওর-বাওর ২৫ শতাংশ শুকিয়ে যাবে৷ কোনো কারণে বাঁধ ভেঙে গেলে ২৪ ঘণ্টার মধ্যে সিলেট অঞ্চল আট ফুট পানির নিচে তলিয়ে যাবে৷ চিঠিতে খালেদা জিয়া আশা করেন, যৌথ জরিপের পর টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ভারত সরকার৷

এদিকে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশের সঙ্গে আলোচনা ছাড়া ভারত একতরফাভাবে টিপাইমুখ বাঁধ নির্মাণ করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ৷ বাংলাদেশের অবস্থান পরিস্কার করে ভারতকে চিঠি দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য