1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাইমুখ বাঁধ নিয়ে মনমোহনকে খালেদার চিঠি

২৩ নভেম্বর ২০১১

বাংলাদেশের বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে দেয়া চিঠিতে বলেছেন, যৌথ জরিপ ছাড়া ভারত অভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করতে পারেনা৷

https://p.dw.com/p/13FOH
খালেদা জিয়া যৌথ জরিপের ডাক দিয়েছেনছবি: Mustafiz Mamun

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঁধ নিয়ে বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল শিগগিরই ভারতে যাচ্ছে৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং'কে টিপাইমুখ বাঁধ নিয়ে চিঠি পাঠিয়েছেন সোমবার৷ চিঠিতে তিনি বলেছেন, এই বাঁধের কারণে বাংলাদেশের ৩ কোটি মানুষের জীবন এ জীবিকা হুমকির মুখে পড়বে৷ আর বাংলাদেশ-ভারতের অভিন্ন নদীতে বাংলাদেশের সঙ্গে কথা না বলে ভারতের কোন বাঁধ নির্মাণ করা সমীচীন হবেনা৷ খালেদা জিয়া বলেছেন, এধরনের কোন স্থাপনা নির্মাণের আগে দু'দেশের যৌথ সমীক্ষা প্রয়োজন৷ তিনি যৌথ সমীক্ষা ছাড়া টিপাইমুখ বাঁধ নির্মাণ স্থগিত রাখতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন৷

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মীর্জা ফখরুল বলেন, নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবেনা৷ আর সেনাবাহিনী মোতায়েন করতে হবে৷ যদি তা না করা হয় তাহলে কেউ নির্বাচন বর্জন করলে তার দায় দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে৷

এদিকে বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিপাইমুখ বাঁধ নিয়ে পররাষ্ট্র মান্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যেই ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে৷ এই বাঁধ নিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল শিগগিরই ভারত যাবে৷ তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে৷ দেশের স্বার্থ রক্ষায় আওয়ামী লীগ সরকারই কাজ করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য