ইউটিউবে ডয়চে ভেলের বাংলা বিভাগ | ডিডাব্লিউ'কে জানুন | DW | 10.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

ডিডাব্লিউ'কে জানুন

ইউটিউবে ডয়চে ভেলের বাংলা বিভাগ

দর্শকদের দাবি ছিল অনেকদিন ধরে৷ ইউটিউবে পেতে চাই বাংলা বিভাগকে৷ বিশেষ করে এপ্রিলে ডয়চে ভেলে বাংলার টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ’ প্রচার শুরুর পর এই দাবি জোরালো হয়৷ সেই প্রেক্ষিতে ইউটিউবেও এখন হাজির ডয়চে ভেলের বাংলা বিভাগ৷

ভিডিও অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে কপিরাইট এক বড় বিষয়৷ কোন ভিডিও কোথায় প্রচার করা যাবে, কোনটি ডাউনলোড করতে দেয়া যাবে, কোনটি যাবে না – এসব বিষয় বিবেচনার পরই ইউটিউবে ভিডিও প্রকাশ করা হয়৷ আর সেসব বিবেচনায় পুরো অন্বেষণ অনুষ্ঠান ইউটিউবে প্রকাশ করা সম্ভব নয়, অন্তত এখন অবধি পরিস্থিতি এরকমই৷

তাহলে ডয়চে ভেলের বাংলা বিভাগের ইউটিউব চ্যানেলে থাকছে কি? থাকছে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক বিভিন্ন ভিডিও প্রতিবেদন, সাক্ষাৎকার৷ ইতোমধ্যে দশটির বেশি ভিডিও প্রতিবেদন আপলোড করা হয়েছে এই চ্যানেলে৷ রয়েছে একটি সাক্ষাৎকারও৷ এসবের পাশাপাশি ডয়চে ভেলে আয়োজিত বিভিন্ন কুইজের খবরও জানা যাবে ইউটিউব চ্যানেলে৷

ইউটিউব চ্যানেলের লিংক: www.youtube.com/dwbengali

প্রসঙ্গত, ভিডিও প্রতিবেদন, অডিও সাক্ষাৎকার এবং বিভিন্ন ছবিঘর সহজে প্রদর্শনের জন্য সম্প্রতি মিডিয়া সেন্টারও চালু করেছে ডয়চে ভেলের বাংলা বিভাগ৷ ইউটিউবে পুরো অন্বেষণ অনুষ্ঠান না থাকলেও মিডিয়া সেন্টারে রয়েছে৷ তাছাড়া অন্বেষণ পাতায়ও থাকছে ভিডিও দেখার ব্যবস্থা৷ আর ছবিঘরগুলো সুন্দর করে সাজানো রয়েছে মিডিয়া সেন্টারের ছবি অংশে৷ পাশাপাশি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে তৈরি ভিডিও পাওয়া যাবে ‘বাংলার মুখ' বিভাগে

ডয়চে ভেলের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সংক্রান্ত টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ মোবাইলে ডাউনলোড করে দেখতে আগ্রহী অনেক দর্শক৷ তাদের জন্য সম্প্রতি চালু হয়েছে ভিডিও আরএসএস ফিড৷ স্মার্টফোনে থাকা পডকাস্ট অ্যাপ-এ এই আরএসএস লিংক সেটআপ করতে হবে৷ একবার লিংক যোগ করার পর ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়মিত পৌঁছে যাবে আপনার মোবাইলে৷ ডেস্কটপ, ল্যাপটপ কিংবা ট্যাবলেটেও ব্যবহার করা যাবে এই ফিড৷

এভাবেই পুরোপুরি মাল্টিমিডিয়া সম্প্রচার কেন্দ্রে রূপ নিচ্ছে ডয়চে ভেলের বাংলা বিভাগ৷ ভবিষ্যতে গুগল+ নামক সামাজিক যোগাযোগ মাধ্যমেও হয়ত পাবেন এই কেন্দ্রকে৷ আর হ্যাঁ, অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগ হচ্ছে ইংরেজিতে #onneshon, বাংলায় #অন্বেষণ৷