1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকের নিরাপত্তা

৭ ফেব্রুয়ারি ২০১৪

কঠোর নিরাপত্তার মধ্যে সোচিতে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক৷ একদিকে যুক্তরাষ্ট্রের টুথপেস্ট বোমা সতর্কতা, অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের সমকামীদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ আচরণ বর্জনের আহ্বান উদ্বোধনের আগেই চাঞ্চল্য তৈরি করেছে৷

https://p.dw.com/p/1B3nJ
ছবি: Getty Images

গত ডিসেম্বরে সোচির উত্তর-পূর্ব দিকে মাত্র ৭০০ কিলোমিটার দূরের শহর ভল্গোগ্রাদে এক আত্মঘাতী বোমা হামলায় ৩৪ জন নাগরিক নিহত হয়েছিল৷ ওই হামলার পর থেকেই সোচিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক গেমসে হামলার আশংকা করা হচ্ছে৷ সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশংকায় বর্তমানে তটস্থ হয়ে আছেন রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো৷ সে কারণেই সোচিতে মোতায়েন থাকছে ৪০ হাজার নিরাপত্তারক্ষী৷ ৪০টি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে৷

অথচ উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক একদিন আগেই রাশিয়াগামী বিমানগুলোতে সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিমানের মাধ্যমে টুথপেস্টের টিউবে করে বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য বহন করে নিয়ে যাওয়া হতে পারে রাশিয়ায়৷

ওই কর্মকর্তা আরো বলেন, ওই বিস্ফোরক উপাদান বিমানের ভেতরেই বা শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর ব্যবহার করা হতে পারে৷ তবে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র দেশের অভ্যন্তরে বিশেষ কোনো হুমকি নিয়ে উদ্বিগ্ন নয়৷ তবে কোন রকম সন্ত্রাসী তৎপরতার তথ্য পেলে তা বিদেশি মিত্রদের সঙ্গে নিয়মিত আদান-প্রদান করবে তারা৷ যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স একমাত্র বিমান সংস্থা যারা সরাসরি মস্কোয় বিমান পরিচালনা করে৷

এদিকে, মার্কিন কয়েকজন রাজনীতিবিদ ব্ল্যাক সি রিসোর্টের নিরাপত্তার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করলেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে সোচি যথেষ্ট নিরাপদ৷ শীতকালীন অলিম্পিক চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ ততদিন জরুরি অবস্থা মোকাবিলায় কৃষ্ণসাগরে মার্কিন রণতরী উপস্থিত থাকবে৷

এদিকে, শীতকালীন অলিম্পিক শুরুর ঠিক একদিন আগে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সমকামীদের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব এবং তাদের উপর মানসিক আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছেন৷ সোচিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির এক বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান৷ এলজিবিটি সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বান কি মুন৷ তিনি বলেন, একবিংশ শতাব্দীতে কোনো ধরনের ঘৃণার স্থান থাকা উচিত নয়৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য