1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ায় নিহত ১০

৩০ ডিসেম্বর ২০১৩

রবিবারের পর সোমবারও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাড শহরে বোমা হামলা হয়েছে৷ এবার নিহতের সংখ্যা ১০৷ রবিবারের আত্মঘাতী হামলায় মারা গেছেন ১৭ জন৷

https://p.dw.com/p/1AiQQ
Russland Wolgograd Explosion Anschlag Bus 30. Dez. 2013
ছবি: Reuters

দেশটির তদন্ত সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘সকাল আটটা ১০ মিনিটে একটি ট্রলিবাসে বোমা বিস্ফোরিত হলে বাসটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়৷ সেসময় বাসটি যাত্রী পরিপূর্ণ ছিল৷ ঐ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে৷''

তদন্ত সংস্থাটি বলছে রবিবারের মতো সোমবারে হামলাটি আত্মঘাতী ছিল না৷ বিস্ফোরিত বোমাটি বাসের মধ্যে আগে থেকেই রেখে দেয়া ছিল বলে ধারনা তদন্ত কর্মকর্তাদের৷ তবে ইতার-তাস বার্তা সংস্থা বলছে, একজন পুরুষ আত্মঘাতী বোমা হামলাকারী এই ঘটনার পেছনে থাকতে পারে৷

Russland Wolgograd Explosion Anschlag Bus 30. Dez. 2013
নিহতের সংখ্যা ১০ছবি: Reuters

রবিবারের হামলা

ভলগোগ্রাড শহরের প্রধান রেলস্টশনে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছেন৷ তদন্ত কর্মকর্তাদের ধারণা, স্টেশনের প্রধান প্রবেশ পথে যেখানে মেটাল ডিটেক্টর বসানো আছে সেখানে এক পুলিশ কর্মকর্তা এক মহিলা যাত্রীকে আটকালে ঐ যাত্রী তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়৷ তবে হামলাকারী কোনো পুরুষ কিনা, সে ব্যাপারটিও খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা৷

এদিকে অসমর্থিত খবরে জানা গেছে, ঐ মহিলা যাত্রীর নাম ওকসানা আসলানোভা, যার সঙ্গে দু'জন মুসলিম নাগরিকের বিয়ে হয়েছিল এবং ঐ দু'জনই রুশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে৷

উল্লেখ্য, রাশিয়ায় নারী আত্মঘাতী হামলাকারীদের সাধারণত ‘ব্ল্যাক উইডোস' বলে আখ্যায়িত করা হয়, যারা তাদের পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নিতে রাশিয়ার সাধারণ জনগণের উপর হামলা চালায়৷

এসব হামলার পেছনে কে?

ছয় সপ্তাহ পর রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিকের আসর বলতে যাচ্ছে৷ ঐ গেমসকে সামনে রেখে রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে সক্রিয় ইসলামি জঙ্গি গোষ্ঠীর নেতা ডোকু উমারভ বিদ্রোহীদের রুশ সাধারণ নাগরিকের উপর হামলার নির্দেশ দিয়েছেন৷ জঙ্গিরা উত্তর ককেশাসে ইসলামি রাষ্ট্র গঠন করতে চায়৷ এসব কারণে হামলার পেছনে দায়ীদের খুঁজতে ঐ জঙ্গি গোষ্ঠীর দিকে নজর দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

প্রশ্নবিদ্ধ অলিম্পিকের নিরাপত্তা

পরপর দুটো বোমা হামলার ঘটনায় সোচি অলিম্পিকের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য