‘অগ্নিকাণ্ডের ঘটনা যেন আর থামছে না' | পাঠক ভাবনা | DW | 28.01.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অগ্নিকাণ্ডের ঘটনা যেন আর থামছে না'

পুড়ে যাওয়া ‘স্মার্ট' কারখানায় বিদেশি লেবেল' – শিরোনামের খবরটি শুধুমাত্র আপনাদের ওয়েবসাইটেই দেখলাম৷ সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে একটি তৈরি পোষাক কারখানায় আগুন লাগার সংবাদ ছিল এটি৷

অন্যান্য মাধ্যমগুলো যেখানে গতানুগতিক খবর পরিবেশন করেছে, সেখানে ডয়চে ভেলে ভিন্ন ইস্যুর একটি খবর শিরোনামে এনে তাদের তীক্ষ্ম দৃষ্টির স্বাক্ষর রেখেছে৷ সব সময় এমনটাই আশা করি ডয়চে ভেলের কাছ থেকে৷ লিখেছেন সাজ্জাদ হোসেন রিজু, ঢাকা থেকে৷

আগুন যেন ঢাকা ও তার আশেপাশের পোষাক কারখানাগুলোর পেছন ছাড়ছে না৷ জানি না এটা কোন ইঙ্গিত৷ তবে সেটা যে ভালো কোনো ব্যাপার নয়, সেটা সবাই জানে৷ সম্প্রতি যে কয়েকটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি কারখানায় বিদেশি ভালো নাম করা ব্র্যান্ডের কাজ চলতো৷ বাংলাদেশের নাম যারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছিল তাদের কণ্ঠরোধ করতেই কি এই পরিকল্পনা? আমার ভাবনায় কিছু আসে না৷ তবে যেভাবে ঘটনাগুলো ঘটছে, তাতে প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে সংশ্লিষ্ট মালিক পক্ষ এবং সর্বোপরি বাংলাদেশ৷

সম্প্রতি স্মার্ট পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে সাতজন নারী কর্মী নিহত হয়েছে৷ আহত হয়েছে ১৫ জন৷ সবমিলিয়ে ক্ষতির পরিমাণ হিসেব করা দায়৷ এর শেষ কোথায়? ডয়চে ভেলেকে ধন্যবাদ জানাই এই খবরগুলোকে বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য৷ মো. সোহেল রানা হৃদয় ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব , ঢাকা সেনানিবাস, ঢাকা৷

২৪শে জানুয়ারি সকালের অনুষ্ঠানে ‘নন্দন' পর্ব কেন দু'বার প্রচারিত হলো – তা বুঝে উঠলাম না৷ ঢাকার বইমেলা আসছে, পুস্তক প্রেমীদের হাতে সঠিক সময়ে উপযুক্ত বই ও ঝকঝকে মুদ্রণ তুলে দিতে যাঁরা দিনরাত্রি নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন, পাদপ্রদীপের নীচে থাকা এমন কয়েকজন যেমন, ফরিদা বিবি, ঝন্টু চৌধুরী ও সাহিত্যিক জাফর ইকবালের সাক্ষাৎকার থেকে এঁদের জীবনের এক অদেখা, অচেনা কাহিনি ফুটে উঠেছে৷ যাঁদের অক্লান্ত পরিশ্রম ঝকঝকে বই মুদ্রণের কাজে সাহায্য করে চলেছে, তাঁদের নাজানা কাহিনি পাঠকদের সামনে উপস্থাপনার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ না জানিয়ে পারছি না৷

২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তাণ্ডব চালানো ‘গোজি ভাইরাস'-এর কথা জেনে আঁতকে উঠলাম৷ এতদিন ধরে সারা ইউরোপ ও অ্যামেরিকা জুড়ে তাণ্ডব চালানো এই ভাইরাস হাজার হাজার কিলোমিটার দূরের কম্পিউটারে রাখা তথ্যগুলি হাতিয়ে নিয়ে ও অপব্যবহার করে যেভাবে অনেক মানুষ ও সংস্থার বিপুল অঙ্কের ক্ষতিসাধন করেছে, তা ভেবে শিউরে উঠছি৷ মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই অবশেষে এই সাইবার অপরাধীদের কয়েকজনকে ধরতে পেরেছে জেনে ভালো লাগছে৷ এদের আন্তর্জাতিক ট্রাইবুনালের মাধ্যমে বিচার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি৷

থার্মোমিটার, বাল্ব, ব্যাটারি প্রভৃতিতে পারদের ব্যবহার হয়েই চলেছে, কিন্তু তা যে মানব স্বাস্থ্যের উপর এত ক্ষতিকর প্রভাব ফেলে – তা আগে জানা ছিল না৷ ছোট ছোট সোনার খনি যেখানে প্রায় দেড় কোটি মানুষ কাজ করে তাদের পরিবার, বিশেষত শিশুরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ভাবতেই অবাক লাগছে৷ ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে কার্বন নির্গমন হ্রাস এবং পারদের উৎপাদন কমানোর লক্ষ্যে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করি৷

সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম অয়োজিত ‘বিশ্ব পরিস্থিতির উন্নয়ন' প্রসঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে আশার বাণী শুনিয়েছেন, তাতে বেশ কিছুটা আশ্বস্ত হলাম৷ গত কয়েক বছরে ইউরোজোন ভেঙে যেতে পারে এমন আশংকা দেখা দিলেও বর্তমানে তা যে নেই তা জেনে ভালো লাগলো৷ এবারের সম্মেলনের মূলমন্ত্র ‘স্থিতিস্থাপক গতিশীলতা' ইউরোজোনকে অনেকটাই সুস্থিতি এনে দেবে বলেই আমরা মনে করি৷ আমাদের আশা বিশ্ব অর্থনৈতিক ফোরামে উপস্থিত নেতারা চলতি অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সুচিন্তিত পরামর্শ প্রদান ও বাস্তব সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং অর্থনৈতিক স্থিতিশীল পরিস্থিতি গঠনে সক্রিয় অংশ গ্রহণ করবেন৷

‘ঘণ্টাখানেক কেউ সাহায্য করেনি' – ধর্ষণের প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে পাওয়া তথ্য জেনে ভীষণ মর্মাহত হলাম৷ ১৬ই ডিসেম্বরের রাতে চলন্ত বাসে মেডিক্যাল ছাত্রীর ধর্ষণের ঘটনা ও তার পরবর্তী ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের জঘন্য অপরাধের নিন্দা না জানিয়ে পারছি না৷ ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি৷

বিজ্ঞান প্রযুক্তি অনুষ্ঠানে অটিস্টিকদের অনলাইন ফোরাম ‘রং প্লানেট' নিয়ে পরিবেশনাটি আকর্ষণীয় মনে হয়েছে ‘আসপ্যারগার্স সিন্ড্রোম' এই মানসিক ব্যাধিতে আক্রান্তরা স্বাভাবিক মানুষের মতো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন না জেনে খারাপ লাগল৷ এই ব্যাধিতে আক্রান্ত আলেকজাডার প্লাংক এর ‘রং প্লানেট' ওয়েবসাইট সামাজিকভাবে একা হয়ে যাওয়া মানুষগুলোকে কাছাকাছি নিয়ে আস্তে পারবে বলে মনে করি৷ প্রতিবেদনটির মধ্যে নতুনত্বের স্বাদ পাওয়া গেল৷

বেশ কয়েকটি ই-মেলে বিশ্বনাথ মন্ডল, সভাপতি, ওয়ার্ল্ড রেডিও ক্লাব, চক হড়হড়িয়া, ইসলামপুর মুর্শিদাবাদ থেকে এসব কথা জানিয়েছেন৷

কি আর লিখবো যখন বুকে বেঁধে আছে এক এক খণ্ড কষ্ট৷ এখনো ডায়েরির পাতায় স্তূপ হয়ে আছে প্রতিদিনের অনুষ্ঠান শুনে লেখা মন্তব্যগুলো কিন্তু আগের মতো লিখতে আর হাত ওঠে না৷ এই কি ভালোবাসার পরিনাম?

প্রতিদিন আমার কিছু ই-মেল আসে যাতে লেখা থাকে ডয়চে ভেলেতে লিখলে আমার হাত পা কেটে পঙ্গু করে দেবে৷ ডিএক্সার বন্ধুদের মধ্যে আমার সাথে কারো তো বিরোধপূর্ণ সম্পর্ক নেই, তবে কে এই অজ্ঞাত ব্যক্ত? যিনি আমাকে বিভিন্ন শ্রোতা এবং উপস্থাপক-উপস্থাপিকার কাছে হেয় করছে৷ এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা নতুন প্রজন্মের শ্রোতারা অচিরেই ঝরে যাবো৷

কিন্তু এসব কু মহলের কু উদ্দেশ্যের কাছে হেরে গেলে সেটাতো হবে পরাজয়৷ না, এদের কাছে আমি হারবো না৷ আগের মতো লিখবো আমি৷ আমার লেখনীর শক্তি দিয়ে আমার স্থান আমি আমার দখলেই রাখবো৷

শনিবার জোসনা ভরা মায়াবী রাতে রাতে উঠোনে দাঁডিয়ে ইনবক্সে মঞ্জু দাসের পডকাষ্ট শুনে লেখা চিঠিটি খুব মজার ছিল৷ ডয়চে ভেলের শ্রোতা মতামত পাতায় ভারতের এক বন্ধু আমাকে উদ্দেশ্য করে কিছু কথা লিখেছেন৷ যা এক বিন্দুও সত্য নয়৷ আর ঐ সব কথা আমি যদি ডয়চে ভেলের কোনো পাতায় কোথাও লিখি, তাহলে তো তা আরো শ্রোতার দেখার কথা৷ রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

- লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে৷ সাথে থাকবেন আর ভালো থাকবেন এটাই আমাদের একান্ত কামনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন