৩১শে অক্টোবর – হ্যালুইন | পাঠক ভাবনা | DW | 30.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

৩১শে অক্টোবর – হ্যালুইন

‘‘হ্যালুইন – এই বিশেষ দিনটি সম্পর্কে অভিনব সব তথ্য, সেই সাথে বিশ্বের ভয়াবহ কিছু গা ছমছম করা হানাবাড়ির ছবি দিয়ে তৈরি ছবিঘরটি বেশ নতুনত্বের স্বাদ নিয়ে হাজির হলো৷''

এ মন্তব্য নতুন দিল্লির পাঠকবন্ধু সুভাষ চক্রবর্তীর৷ তাঁর কথায়, ‘‘বিশ্বের বেশ কিছু গা ছমছম করা ভয়াবহ ভূতুড়ে হানাবাড়ি সম্পর্কে জানা থাকলেও, ৩১শে অক্টোবর যে নানা দেশে হ্যালুইন দিবস উদযাপিত হয়, তা একেবারেই জানা ছিল না৷''

এবার দু'দিন আগে পাঠানো এই বন্ধুর আরো একটি ই-মেল৷ তাতে তিনি লিখেছেন, ব্রাসেলেসের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ইইউ শীর্ষ সম্মেলন, বিশ্বব্যাপী কার্বন নির্গমন চুক্তির লক্ষ্যে ইউরোপকে জলবায়ু নীতি কার্যকর করার ক্ষেত্রে বিশ্বের মধ্যে অগ্রণী ভূমিকাতেই আমরা দেখতে পেলাম৷ ২০৩০ সালের মধ্যে কার্বন ডাই-অক্সাইডের নির্গমন শতকরা ভাগ কমিয়ে আনার প্রস্তাব, ইইউ-ভুক্ত দেশগুলোর মোট জ্বালানির শতকরা ২৭ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে পাওয়ার লক্ষ্যমাত্রা এবং জ্বালানির ব্যবহার শতকরা ২৭ভাগ কমানো তারই ইঙ্গিত বহন করছে৷ তবে এই লক্ষ্যমাত্রা অর্জনের পথ কি খুব একটা মসৃণ হবে? যেহেতু, নবায়নযোগ্য জ্বালানির উত্পাদন বেশ ব্যয়বহুল, সেই কারণে ছোট ও মাঝারি আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইউরোপের ব্যাপক অর্থনৈতিক সংকট এবং উচ্চ বেকারত্বের প্রেক্ষিতে উদ্বেগ কিন্তু কিছুটা থেকেই যাবে৷ আমরা ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ইতিবাচক অবস্থানের দিকে তাকিয়ে রইলাম৷ এক্ষেত্রে ‘কার্বন নিঃসরণ এবং নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে ইইউ-এর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত' সম্পর্কিত প্রতিবেদনটি ছিল উল্লেখ করার মতো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷''

পাটালির মোর, নওগাঁ থেকে দেওয়ান রফিকুল ইসলাম রানা ডিডাব্লিউ-র টিভি অনুষ্ঠান অন্বেষণ সম্পর্কে তাঁর মতামত জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘অন্বেষণ দেখলাম৷ প্রতিটি পরিবেশনা ছিল চমত্‍কার, তবে এইডস ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে পরিবেশনাটা বেশি ভালো হয়েছে৷ এইডস একটি খুব খারাপ রোগ৷ তাই প্রতিবেদনটি সবাইকে সচেতন হতে সাহায্য করবে৷''

ই-মেল শেষে তাঁর একটি অনুরোধ, ‘‘অন্বেষণ-এর আগামী কোনো পর্বে ‘গ্রিন টি'-র উপকারিতা সম্পর্কে জানাবেন৷''

- পাঠক রানাকে বলছি, আপনার অনুরোধ আমাদের মাথায় থাকলো৷ তবে চা নিয়ে বিভিন্ন সময়ে লেখা প্রতিবেদন ও ছবিঘর কিন্তু রয়েছে আমাদের ওয়েবসাইটেই৷ এই যেমন – ভারতের চা বিক্রেতাদের কথা

- এছাড়া বিভিন্ন বিষয়ে মতামত জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আপনারা সবসময় এভাবেই আমাদের সাথে থাকবেন – এমনটাই পাঠকবন্ধুদের কাছে আমাদের প্রত্যাশা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন