1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হি ফর শি’ প্রচারণা

আরাফাতুল ইসলাম২৬ সেপ্টেম্বর ২০১৪

লিঙ্গ সমতা ‘আপনারও ইস্যু,’ অভিনেত্রী এমা ওয়াটসন পুরুষদের উদ্দেশ্যে বলেছেন এ কথা৷ গত সপ্তাহান্তে জাতিসংঘের লিঙ্গ সমতা বিষয়ক প্রচারণা শুরু করেন তিনি৷ হ্যাশট্যাগ ‘হিফরশি’৷ আর তাই নিয়েই আজকের ব্লগওয়াচ৷

https://p.dw.com/p/1DLPG
Emma Watson
ছবি: 2013 Getty Images

ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন গত ২২ সেপ্টেম্বর টুইটারে এক পোস্টের মাধ্যমে লিঙ্গ সমতা বিষয়ক হ্যাশট্যাগ ‘হি ফর শি'-এর প্রচারণা শুরুর ঘোষণা দেন৷ তাঁর এই ঘোষণা দ্রুতই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷ তিনি পুরুষদের প্রতি নারীদেরকে সমর্থন জানানোর আহ্বান জানান এবং তাঁর প্রচারণায় অংশ নিতে বলেন৷

জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া এমার এসংক্রান্ত পুরো ভিডিওটি রয়েছে ইউটিউবে৷ ভিডিওতে এমা নিজের ‘নারীবাদী' হয়ে ওঠার গল্প সবাইকে জানিয়েছেন৷

‘হ্যারি পটার' সিরিজের তিন তারকার একজন এমা তাঁর নিজের এক গবেষণার ফলাফল জানিয়েছেন৷ তিনি মনে করেন, নারীরা তাঁদের নারীবাদী মনোভাব লুকিয়ে রাখার চেষ্টা করেন৷ কেননা অনেকক্ষেত্রেই তাঁদের এই মনোভাব নেতিবাচক দৃষ্টিতে দেখা হয়৷ মনে করা হয় নারীবাদীরা বুঝি পুরুষবিদ্বেষী৷

২৪ বছর বয়সি অভিনেত্রীর এই প্রচারণার প্রতি সমর্থন জানিয়েছেন অনেক বিশ্ববরেণ্য সেলিব্রেটি, রাজনীতিবিদরা৷ খোদ হোয়াইট হাউসও এই বিষয়ে একটি টুইট করেছে৷ মার্কিন প্রেসিডেন্টের ছবিসহ প্রকাশিত টুইটারে বলা হয়েছে, ‘যখন নারীরা সফল, তখন আমরা সবাই সফল৷'

ব্রিটেনের বিতর্কিত প্রিন্স হ্যারির বক্তব্যও রয়েছে এই বিষয়ে৷ তিনি জানিয়েছেন, ‘‘প্রকৃত পুরুষ নারীদের প্রতি সম্মানসূচক আচরণ করেন এবং তাঁদের যোগ্য মর্যাদা দেন৷''

ব্রিটিশ তারকা হ্যারি স্টাইলস ইংরেজিতে ‘#হিফরশি' প্ল্যাকার্ডসহ একটি ছবি টুইটারে পোস্ট করেছেন৷ তিনি অন্যান্যদেরও এমার প্রচারণায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন৷

তবে এসব ইতিবাচক সমর্থনের পাশাপাশি এমার উপর অনলাইন আক্রমণও চলছে৷ ‘ফোরচেন' নামক একটি অনলাইন ম্যাসেজ বোর্ডে কেউ একজন কাউন্টডাউন শুরু করেছিলেন এমার নগ্ন ছবি প্রকাশের৷ তার দাবি হচ্ছে, সেসব ছবি প্রকাশ হলে নাকি এমার নারীবাদী ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে৷

এমনকি এমার মৃত্যু হয়েছে বলেও মিথ্যা গুজব ছড়ানো হয়েছে টুইটারে৷ আরআইপিএমা হ্যাশট্যাগ ব্যবহার করে টুইটও করেছেন অনেকে৷ তাদের একজন ‘এবোলা-চেন' একাউন্ট থেকে লিখেছেন, ‘‘তাঁর মৃত্যুর কারণ কি হতে পারে ভাবছি? আশা করি সম্প্রতি মারা যাওয়া অন্যান্য তারকাদের মতো এক্ষেত্রেও মাদক কারণ নয়৷''

তবে আলোচনা, সমালোচনা যাই হোক, এমা ওয়াটসনের অনলাইন প্রচারণা এগিয়ে যাচ্ছে৷ ফেসবুকে ইতোমধ্যে দেড় লাখের বেশি মানুষ ‘হি ফর শি' পাতা অনুসরণ করতে শুরু করেছে৷

আপনি কি এমার ‘লিঙ্গ সমতা' প্রচারণাকে সমর্থন করেন? বাংলাদেশ কিংবা ভারতে কি এমন প্রচারণার দরকার আছে? লিখুন নীচে মন্তব্যের ঘরে৷