1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের জন্য স্পোর্টস

১০ এপ্রিল ২০১৪

শুরা পরিষদ মেয়েদের সরকারি স্কুলে খেলাধুলার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে৷ তবে পরিধান ও স্ত্রী-পুরুষের ব্যবধান সংক্রান্ত শরিয়া নিয়ম বজায় থাকবে৷ বেসরকারি স্কুলে এ নিষেধাজ্ঞা মে মাসেই তুলে নেয়া হয়৷

https://p.dw.com/p/1BeUC
ছবি: Omar Salem/AFP/Getty Images

মনে রাখা দরকার, সৌদি আরব অলিম্পিক্সে প্রথম মহিলা অ্যাথলিট পাঠায় ২০১২ সালে, তা-ও মাত্র দু'জন৷ শরিয়া আইনের রক্ষণশীল ব্যাখ্যার ফলে সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানো নিষেধ; বিদেশযাত্রা, চাকরি করা কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগে কোনো পুরুষ আত্মীয়ের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে৷ তবুও রাজা আব্দুল্লাহ নারী অধিকারের উন্নতি ঘটানোর যে সতর্ক প্রচেষ্টা চালাচ্ছেন, তা অধিকাংশ ক্ষেত্রে রক্ষণশীলদের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে৷

শুরা পরিষদ নিয়োগ করেন নৃপতি স্বয়ং৷ পরিষদের সিদ্ধান্ত সরকারের জন্য বাধ্যতামূলক নয়৷ তবুও সৌদি আরবে তার গুরুত্ব আছে, কেননা পরিষদই হলো একমাত্র সরকারি প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন স্পর্শকাতর সামাজিক প্রশ্নে নতুন আইন অথবা সরকারি নীতি নিয়ে প্রকাশ্যে আলোচনা চলে৷ রাজা আব্দুল্লাহ ঠিক এক বছর আগে এই ১৫০ সদস্য-বিশিষ্ট পরিষদে ৩০ জন মহিলাকে নিয়োগ করেছেন৷

Olympia 2012 800m-Lauf Sarah Attar
ছবি: Reuters

শুরা পরিষদের শুনানিতে মেয়েদের স্কুল স্পোর্টসের সপক্ষে ও বিপক্ষে নানা যুক্তি পেশ করা হয়৷ সপক্ষে যাঁরা, তাঁরা সৌদি সমাজে মেদবাহুল্যজনিত রোগ বৃদ্ধির কথা বলেছেন, বিশেষ করে মেয়েদের মধ্যে৷ মেয়েদের স্কুলে স্পোর্টস ইনস্ট্রাক্টর হিসেবেও অনেকে কাজ পাবে৷ বিরোধীদের মূল যুক্তি: ছেলেদের স্কুলে স্পোর্টস থাকা সত্ত্বেও ছেলেদের মধ্যে স্থূলতা কিছুমাত্র কমেছে কি? বিরোধীদের আরো যুক্তি: মেয়েদের সরকারি স্কুলগুলিতে খেলাধুলার সরঞ্জাম নেই৷

শুরা পরিষদ সব পক্ষের যুক্তি বিবেচনা করে রায় দিয়েছে যে, মেয়েদের স্কুল স্পোর্টস শরিয়ার বিরোধী নয়৷ শরিয়ায় নির্দিষ্ট সীমানার মধ্যে মেয়েদের খেলাধুলার অধিকার আছে, বলেছেন গ্র্যান্ড মুফতি শেখ আবদেল আজিজ বিন বাজ স্বয়ং৷ অপরদিকে এ কথাও ঠিক যে, এই সৌদি সরকারই ২০০৯ ও ২০১০ সালে মেয়েদের জন্য বেসরকারি ‘জিম' অর্থাৎ শরীরচর্চা কেন্দ্র বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন৷ আর প্রকাশ্য স্থানে স্ত্রী-পুরুষের মেলামেশা নিষিদ্ধ হওয়ায় মহিলাদের কোনো ক্রীড়াঙ্গণে যাওয়া বস্তুত নিষিদ্ধ৷

এসি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য