1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেই নেইমার

৫ জুলাই ২০১৪

বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার জার্মানির মুখোমুখি হচ্ছে স্বাগতিক ব্রাজিল৷ তবে ইনজুরির কারণে নেইমার খেলতে পারবেন না৷ দু’বার হলুদ কার্ড পাওয়ায় থাকছেন না সিলভাও৷ তাই অপেক্ষাকৃত হালকা ব্রাজিল দল সামনে পাচ্ছে জার্মানি৷

https://p.dw.com/p/1CWE8
Fußball WM 2014 Brasilien Kolumbien Viertelfinale
ছবি: Reuters

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জার্মানি জিতেছে ১-০ গোলে৷ খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে মাটস হুমেলসের করা গোলটি আর শোধ করতে পারেনি ফরাসিরা৷ তাদের একাধিক চেষ্টা রুখে দিয়েছেন অভিজ্ঞ জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ার

Fußball WM 2014 Deutschland Frankreich Viertelfinale
মাটস হুমেলসের গোলে ফ্রান্সের বিপক্ষে জয় পায় জার্মানিছবি: picture-alliance/AP

কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে শুক্রবার কলাম্বিয়াকে ২-১ গোলে হারায় স্বাগতিক ব্রাজিল৷ খেলার শুরুর দিকেই ব্রাজিলের পক্ষে গোল করেন থিয়াগো সিলভা৷ এরপর দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকে গোল করেন ডাভিড লুইস৷ কলাম্বিয়া পেনাল্টি শট থেকে একটি গোল শোধ করে খেলার ৭৮ মিনিটে৷

তবে ব্রাজিলের জন্য সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে বিশ্বকাপ থেকে নেইমারের বিদায়৷ শুক্রবার খেলা শেষ হওয়ার মাত্র কয়েকমিনিট আগে পিঠের নীচের অংশে আঘাত পান নেইমার৷ কলাম্বিয়ার হুয়ান সুনিগার হাঁটুর আঘাতে ব্রাজিলের ফুটবল তারকার এবারের বিশ্বকাপ শেষ হয়ে গেছে

তবে নেইমারের শরীরে কোনো অস্ত্রপচারের দরকার নেই বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রোডরিগো লাসমার৷ তিনি বলেন, ‘‘আঘাতটি অস্ত্রপচার করার মতো গুরুতর পর্যায়ের না৷ তবে সুস্থ হতে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে তাঁর৷''

মঙ্গলবার জার্মানির বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভাও৷ দু'টি হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনাল খেলতে পারছেন না তিনি৷

তবে প্রতিপক্ষ যেমনই হোক না কেন, জার্মানি কিন্তু চতুর্থবার বিশ্বকাপ শিরোপা অর্জনের পথে অনেকটাই এগিয়ে গেছে৷ আর মাত্র দু'টো খেলায় জয় তাদের প্রয়োজন৷ বর্তমান তরুণ জার্মান দল নিয়ে আশাবাদী দলের কোচ ইওয়াখিম ল্যোভ৷ ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনাল লড়ার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না বলেই জানিয়েছেন তিনি৷

উল্লেখ্য, গত প্রায় দু'দশক ধরে একটি বড় শিরোপা জয়ের অপেক্ষায় রয়েছে জার্মানি৷ পরিসংখ্যান বলছে, মোট ১৮ বার বিশ্বকাপে অংশ নিয়ে তেরবার সেমিফাইনাল অবধি পৌঁছেছে দলটি৷ ব্রাজিল এমন পর্যায়ে পৌঁছেছে এগারোবার৷ তবে এখন অবধি জার্মানির চেয়ে দু'বার বেশি, মানে পাঁচবার বিশ্বকাপ জয় করেছে দলটি৷

এআই/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য