1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেবিট মেলা

৬ মার্চ ২০১৩

জার্মানির হানোফারে চলছে তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় মেলা সেবিট৷ বিভিন্ন কোম্পানি সেখানে অত্যাধুনিক প্রযুক্তি দেখাচ্ছে, যেগুলো স্মার্টফোনের সঙ্গে যুক্ত৷ প্রতিবন্ধীদের জন্যও রয়েছে বিশেষ পণ্য৷

https://p.dw.com/p/17s4v
ছবি: DW/Böhme

অটিস্টিক শিশুদের নিয়ে মা-বাবাকে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়৷ যেমন হঠাৎ করে জোরে কোনো শব্দ হলে বা অপরিচিত কাউকে দেখতে পেলে অটিস্টিক সন্তানেরা বিরক্ত হয়ে অন্যরকম অদ্ভুত আচরণ শুরু করে৷

এই অবস্থা কাটাতে সাহায্য করবে, এমন একটি জ্যাকেট নিয়ে এসেছে সিঙ্গাপুরের কোম্পানি টি-ওয়্যার৷ একে বলা হচ্ছে ‘কাডল জ্যাকেট'৷ এই জ্যাকেট পরলে অটিস্টিক শিশুদের মধ্যে এমন একটা আরামদায়ক ভাব আসবে, যে তারা অস্থির পরিস্থিতিতে মোটামুটি শান্ত থাকতে পারবে৷ এছাড়া এই জ্যাকেট শিশুর বিভিন্ন লক্ষণ পরিমাপ করে সেগুলো তার বাবা মা'কে জানাবে৷ এর ফলে বাবা-মা জানতে পারবেন, কখন তাঁদের সন্তান অস্থির হয়ে উঠতে পারে৷ অর্থাৎ অটিস্টিক শিশুদের সামলানোর কাজটা অনেক সহজ হয়ে যাবে৷

CeBIT 3013
মেলার উদ্বোধন করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: DW/Rosalia Romaniec

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে এবং ব্রিটেন, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে এই জ্যাকেটের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে৷

টি-ওয়্যার কোম্পানি আশা করছে খুব শিগগিরই এটা বাজারে আসবে, যার মূল্য পড়বে বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার৷

এদিকে, অস্ট্রিয়ার কোম্পানি জি-টেক মেলায় এমন একটি প্রযুক্তি দেখাচ্ছে যেটা ব্যবহার করে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরাও ছবি আঁকতে পারবেন৷ ব্যাপারটা এরকম – ব্যবহারকারী মাথায় একটি টুপি পরবেন৷ এই টুপিটি ব্যবহারকারীর মাথায় কী ঘুরছে, সেটা পরিমাপ করতে সক্ষম৷ এই টুপি পরে ব্যবহারকারী কম্পিউটার স্ক্রিনে থাকা একটি আইকনের দিকে তাকিয়ে যেভাবে চাইবে সেভাবে কম্পিউটার কাজ করবে৷ মাথায় থাকা বিশেষ ঐ টুপিটা কম্পিউটার সফটওয়্যারের সঙ্গে মিলে পুরো কাজটা সম্পাদন করবে৷ অর্থাৎ ছবি আঁকা হয়ে যাবে৷

এই প্রযুক্তির দামটা অবশ্য একটু বেশি৷ বাংলাদেশি টাকায় প্রায় ১২ লক্ষ৷ ইতিমধ্যে বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের দিয়ে প্রযুক্তিটি সফল কিনা সেটা যাচাই করে দেখা হয়েছে৷

এমন সব দর্শক মাতানো উন্নত প্রযুক্তির প্রদর্শনী চলছে সেবিটে৷ যার এবারের মূল থিম ‘শেয়ার-ইকোনমি'৷ মেলা চলবে ৯ তারিখ পর্যন্ত৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য