1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদিন ফেরাতে মরিয়া ম্যান ইউ

২৪ জুলাই ২০১৪

সুদিন ফেরাতে এড উডফোর্ড সত্যিই এবার মরিয়া৷ ম্যানচেস্টার ইউনাইটেডের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন, এ মৌসুমে ম্যান ইউকে শীর্ষে ফেরাতে প্রয়োজনে ট্রান্সফার মার্কেটে নতুন রেকর্ড গড়তেও তিনি প্রস্তুত৷

https://p.dw.com/p/1Ch9q
Bayern München vs. Manchester United Champions League Viertelfinale 09.04.2014
ছবি: Reuters

ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর থেকে ম্যান ইউর সাফল্যের গ্রাফটা নিম্নগামী৷ ইংল্যান্ডের ইতিহাসের সফলতম এই ক্লাব গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ের কাছাকাছিই যেতে পারেনি৷ ২০ বারের চ্যাম্পিয়নরা হয়েছে সপ্তম৷ প্রত্যাশিতভাবেই চাকরি হারান কোচ ডেভিড ময়েস৷ রায়ান গিগসকে অন্তর্বর্তীকালীন কোচ বানিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি৷ তাই নতুন মৌসুমে নতুন কোচ ফান খাল-এর হাত ধরে আবার পুরোনো, অর্থাৎ সাফল্যের পথে ফিরতে চায় ম্যান ইউ৷

Manchester United Sir Alex Ferguson Rücktritt
স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেয়ার পর থেকে ম্যান ইউর সাফল্যের গ্রাফটা নিম্নগামীছবি: Getty Images/Shaun Botterill/ALLSPORT

তা করতে সবার আগে পুরো দলকে ঢেলে সাজানো দরকার৷ চাই নতুন নতুন তারকা খেলোয়াড়৷ দায়িত্ব নিয়েই ক্লাব কর্তৃপক্ষকে সে কথা বলে দিয়েছিলেন ফান খাল৷ তাতে বোধহয় কাজ হয়েছে৷ বুধবার সংবাদ মাধ্যমকে ম্যান ইউ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড জানিয়েছেন, নতুন নতুন খেলোয়াড় নিয়ে দলকে আবার শক্তিশালী করতে ম্যান ইউ প্রয়োজনে ট্র্যান্সফার মার্কেটে রেকর্ড গড়বে৷ তিনি বলেন,‘‘ম্যানেজার (ফান খাল) দলে এমন কোনো খেলোয়াড় চান যে সত্যিকার অর্থেই হবে ম্যান ইউ-এর তারকা৷ এমন খেলোয়াড় আনার সামর্থ্য আমাদের আছে৷''

ইতিমধ্যে খেলোয়াড়দের দল বদলের বাজার গরম করেছে কয়েকটি খবর৷ ফ্রান্সের মোনাকো ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হামেস রডরিগেস৷ এর আগে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন লিভারপুলের উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ৷ ম্যান ইউ ৬৫ মিলিয়ন ডলার খরচ করে ইতিমধ্যে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের লেফট ব্যাক লুক শ এবং স্প্যানিশ মিডফিল্ডার আন্দার এরেরাকে৷ জার্মানির সেন্টার ব্যাক মাটস হুমেল, বেলজিয়ামের ডিফেন্ডার টোমাস ফেরমালেন এবং নেদারল্যান্ডসের ডেলি ব্লাইন্ড, স্টেফান ডি ভ্রিজ আর কেভিন স্ট্রুটমানকে নেয়ারও চেষ্টা চলছে৷ শেষ পর্যন্ত ম্যান ইউ কেমন দল গড়ে সেটাই এখন দেখার বিষয়৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য