1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘প্লাস্টিক স্যুপ’ থেকে মুক্তি

১০ জুলাই ২০১৪

পানি দূষণের অন্যতম কারণ নদীনালা, সমুদ্রে টন টন আবর্জনা নিক্ষেপ৷ সমুদ্রের প্লাস্টিক আবর্জনা দূর করার উপায় বের করেছেন ১৯ বছর বয়সি ডাচ বালক বোয়ান স্লাট৷ এর ফলে কেবল পরিবেশ রক্ষাই হবে না৷ কাজে লাগানো যাবে ঐ প্লাস্টিককে৷

https://p.dw.com/p/1CYy0
China Plastikmüll auf dem Strand von Hongkong
ছবি: MIKE CLARKE/AFP/Getty Images

সাগরে প্লাস্টিক আবর্জনার কারণে সামুদ্রিক জীবদের প্রাণহানি হচ্ছে, ভেঙে যাচ্ছে খাদ্য শৃঙ্খল, আবর্জনায় আটকে মানুষের হাতে ধরা পড়ছে শুশুক ও তিমি৷ পর্যটন ও মৎস খাতে ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা৷

স্লাটের পরিকল্পনা হলো ভাসমান দুটি বাহু তৈরি করা হবে, যাদের দৈর্ঘ্য ৫০ কিলোমিটার এবং সমুদ্রের মেঝেতে এটিকে ‘ভি’ আকৃতিতে প্রতিস্থাপন করা হবে৷ এই বাহুতে আটকে যাবে শক্ত প্লাস্টিক৷ স্রোতের কারণে ভি আকৃতিতে খুই সহজেই আটকে যাবে এগুলো৷ এর ফলে ভি প্ল্যাটফর্মে প্রায় ৩ হাজার ঘনমিটার প্লাস্টিক জমা হবে৷ আর এগুলোকে একটি জাহাজের সাহায্যে প্ল্যাটফর্ম থেকে আলাদা করা হবে৷

গ্রিসে স্কুবা ডাইভিং করার সময় এই পরিকল্পনা মাথায় আসে স্লাটের৷ সে জানায়, ‘‘সাগরের নীচে মাছ ও অন্যান্য প্রাণীর চেয়ে প্লাস্টিকের পরিমাণই বেশি ছিল৷’’ ২০১২ সালের শেষে জনসমক্ষে তার এই পরিকল্পনা নিয়ে প্রথম হাজির হয় স্লাট৷ এখন বিশ্বের নানা প্রান্তের একশ জন মানুষ নিয়ে গবেষণার কাজটি পরিচালনা করছে সে৷ তবে এই গবেষণায় অনেক বিজ্ঞানীর রোষের মুখে পড়তে হয়েছে তাকে৷

অনেকেই বলেছেন তার এই পরিকল্পনা বাস্তবসম্মত নয়৷ উত্তর প্রশান্ত মহাসাগরে পরিকল্পনাটি কাজের লাগানোর আগে তিন চার বছর ধরে একটি পাইলট প্রকল্প করে দেখতে চায় স্লাট৷ এই প্রকল্পের জন্য প্রয়োজন ২০ লাখ ডলার৷ আর এজন্য ওয়েবসাইটে একটি তহবিল খুলেছে সে৷ একশ দিনের মধ্যে এই তহবিল গঠনের আহ্বান জানিয়েছে৷ মাত্র ৩২ দিনেই তহবিলে জমা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার৷

১০ বছরের মধ্যে উত্তর প্রশান্ত মহাসাগরে থাকা প্লাস্টিকের প্রায় অর্ধেক সে তুলে আনতে পারবে বলে আশা করছে৷ সমুদ্র থেকে সাধারণ প্রক্রিয়ায় আবর্জনা অপসারণের চেয়ে তার পদ্ধতি হাজার গুন দ্রুত কাজ করবে বলে জানায় স্লাট৷ তার মতে এই পন্থা কেবল দ্রুতই নয়, সস্তাও বটে৷

স্লাট এটাও স্বীকার করে তার বয়স মাত্র ১৯ বছর৷ কিন্তু ওর সাথে যারা কাজ করছেন তারা বয়সে বড় এবং অনেক অভিজ্ঞতাসম্পন্ন৷ তাদের অভিজ্ঞতা এক্ষেত্রে অনেক কাজে লাগছে৷

তবে মানুষ যদি সাগরে প্লাস্টিক ফেলা বন্ধ না করে তবে এই প্রক্রিয়া সবসময়ই চালিয়ে যেতে হবে বলে জানায় স্লাট৷

এপিবি/জেডএইচ (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য