1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সবার জন্য সম অধিকার'

১০ ডিসেম্বর ২০১৪

৬৬তম বিশ্ব মানবাধিকার দিবস আজ৷ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে৷ এই দিবসটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব লেখা উঠে এসেছে তার কিছু অংশ এখানে তুলে ধরা হলো৷

https://p.dw.com/p/1E1qV
Irak Flüchtlinge 10.08.2014 Sindschar Gebirge
ছবি: Reuters

বাংলাদেশের স্বনামধন্য আলোকচিত্রী শহিদুল আলম ডেইলি স্টারের একটি প্রতিবেদন শেয়ার করে টুইটারে জীবনের অধিকার এবং আইনের শাসনের দাবি জানিয়েছেন৷

এ বাতেন টুইটারে নির্যাতনের কিছু ছবি দিয়ে লিখেছেন জাতিসংঘ মানবাধিকার দিবস পালন করছে, কিন্তু বাংলাদেশের মানবাধিকার কোথায়?

প্রথম আলো একটি প্রতিবেদন করেছে বাংলাদেশের মানবাধিকার কমিশনের বর্তমান অবস্থা নিয়ে৷

জর্ডানের ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার মিলেট লিখেছেন, আজ জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার দিবস৷ বিশেষ প্রাধান্য দেয়া উচিত নারী অধিকার এবং লিঙ্গ বৈষম্য দূর করার দিকে৷ সবার জন্য সম অধিকার৷

ইতিহাসবিদ ম্যাথিউ ওয়ার্ড চমৎকার কথা লিখেছেন৷ এক বিশ্ব, এক মানুষ, সমান অধিকার৷

মারিয়া হোসে লিখেছেন, কাতারে দাসপ্রথা বন্ধে দয়াকরে সবাই স্বাক্ষর করুন৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য