শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 14.04.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা

‘‘নতুন বছর নতুন দিন আপনার ও আপনার পরিবারে আল্লাহর রহমত বর্ষিত হোক’’৷ ১৪২১ সালের শুভকামনায়, ডা. এস এম এ হান্নান, পাবনা৷ শুভ নববর্ষের আরো শুভেচ্ছা জানিয়েছেন মধুপুর, ফরিদপুর থেকে রায়হান মাস্টার সহ অনেক বন্ধু৷

এসো বৈশাখ নতুন সাজে

লাল সবুজের বাংলাদেশে৷

নতুন আশায় নতুন গানে

বান ডেকেছে প্রাণে প্রাণে৷

নতুন বছর করতে বরণ

ভোরবেলাতে রবির নাচন৷

বিভেদ অশান্তির হোক অবসান৷

এসো গাই সবে মিলনের গান৷

শুভ নববর্ষ ১৪২১ বঙ্গাব্দ৷

মো. আফজাল আলী খান, ১০/৩০এ, দক্ষিণ অলিপুর, ফরিদপুর থেকে এভাবেই আমাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন৷

এছাড়াও বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন হাফিজ আল-আসাদ খান৷ কানসাট, শিবগঞ্জ থেকে মো.শামীম রেজা৷ আদম দিঘী, বগুড়া থেকে আবদুর রাজ্জাক৷ নাটোর থেকে রাজীব কুমার মন্ডল৷ ঘোড়াদাইর, গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদসহ আরো অনেকে৷

- ডয়চে ভেলের বাংলা বিভাগের সবার পক্ষ থেকে আমাদের সকল পাঠক বন্ধুদের জানাই, ‘‘শুভ ১৪২১'' – নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনেক সুখ আর সমৃদ্ধি৷

এ সপ্তাহের অন্বেষণ কুইজের ফলাফল:

এবারের প্রশ্ন ছিল, সালভিনিয়া উদ্ভিদটির বিশেষ ক্ষমতা কি? সঠিক উত্তর: সালভিনিয়া উদ্ভিদটির বিশেষ ক্ষমতা হলো এই যে, জলের নীচে তার ত্বক জুড়ে থাকে ছোট ছোট বাতাসের কণিকা বা বুদবুদ৷

এতে উত্তর দিয়েছেন মোট ২৯১ জন৷ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হয়েছেন বন্ধু সুখময় মাঝি৷ আপনাকে অভিনন্দন৷ দয়া করে আপনার বিস্তারিত ঠিকানা, টেলিফোন নম্বর এবং ই-মেল অ্যাড্রেস ডয়চে ভেলে বাংলার ফেসবুক পেজের মেসেজ বক্সে পাঠিয়ে দিন৷ এছাড়া, যাঁরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ৷

বন্ধুদের সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ এবং ওয়েবসাইটের কথা৷

আমাদের অন্বেষণ কুইজ নিয়মিত আয়োজন করা হবে৷ প্রতি শুক্রবার কুইজের প্রশ্ন ফেসবুকে প্রকাশ করা হবে এবং তা চলবে রবিবার পর্যন্ত৷ আর সোমবার আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটের ‘পাঠক ভাবনা' পাতায় প্রকাশ করা হবে বিজয়ী বন্ধুর নাম৷

অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় #অন্বেষণ আর ইংরেজিতে #onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷

- আবারো ধন্যবাদ সকলকে অংশগ্রহণের জন্য৷ একটা ব্যাপার আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি যে, এই কুইজে অংশগ্রহণ করার পর অনেকেই আর ফেসবুকে বা ওয়েবসাইটে ঢোকেন না৷ দেখা যায়, প্রতি সোমবার বিজয়ী বন্ধুর নাম জানানোর পরও কেউ কেউ তাঁদের পোস্টাল অ্যাড্রেস আমাদের কাছে পাঠান না৷ এতে আমাদের কিছুটা সমস্যায় পরতে হয়৷ তাই বন্ধুদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, যাঁরা অন্বেষণ কুইজে অংশ নিয়ে থাকেন তাঁরা অন্তত একবারের জন্য হলেও সোমবার ফেসবুকে এবং ওয়েবসাইটের ‘পাঠক ভাবনা'-র পাতাতে ঢুঁ মেরে দেখবেন কে বিজয়ী হয়েছেন!

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন