1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিল্পীর নাম স্লিনকাচু

লায়লা গিলহুলি/এসি২৮ মে ২০১৫

ক্যামেরা দিয়ে যে সব চরিত্রের ছবি তোলেন, তারা হল শিল্পীর নিজের হাতে রং করা খুদে সব পুতুল৷ সেই পুতুলগুলোকে আবার সাজানো হয় পথঘাটের নানা ছোটবড় জিনিসের সঙ্গে৷

https://p.dw.com/p/1FXVK
Euromax 25.3.2015 Slinkachu
ছবি: DW

লন্ডনের অ্যান্ডিপা গ্যালারিতে স্লিনকাচু-র নতুন সৃষ্টিগুলো দেখানো হচ্ছে৷ ড্যামিয়েন হার্স্ট বা ব্যানস্কি-র মতো স্বনামধন্য আধুনিক শিল্পী-চিত্রকরদের কাজও এই গ্যালারিতে প্রদর্শিত হয়েছে৷ ঠিক সে ভাবেই অ্যান্ডিপা গ্যালারি লন্ডনে এবং অন্যত্র স্লিনকাচু-র সর্বাধুনিক শিল্পকর্ম প্রদর্শন করে থাকে৷ আর্টের বাজারে স্লিনকাচু-র তোলা ফটোগুলির দাম কয়েক হাজার ইউরো হতে পারে৷ অ্যান্ডিপা গ্যালারি-র পরিচালক আকোরিস অ্যান্ডিপা বলেন, ‘‘স্লিনকাচু-র কাজের কোনো একটা বিশেষ নাম দেওয়া চলে না – অংশত তা খুবই একক এবং অনন্য বলে; দ্বিতীয়ত, তাতে এতো ধরনের কাজ এসে পড়েছে বলে, যেমন ফটোগ্রাফি, ইনস্টলেশন, মিনিয়েচারিজম, স্ট্রিট আর্ট, আর্বান আর্ট – সব মিলিয়ে তার কোনো সংজ্ঞা দেওয়া সত্যিই শক্ত৷''

পরিত্যক্ত পুতুল

স্লিনকাচু তাঁর ছবিগুলি সৃষ্টি করেন মডেল রেলওয়ে-র মানুষজনের ছোট ছোট পুতুলগুলোকে বাস্তব জগতের নানা ফেলে দেওয়া জিনিসপত্রের সঙ্গে সাজিয়ে৷ পুতুলগুলোকে অনেক সময় নিজেই রং করে নেন স্লিনকাচু৷ তাঁর খুদে মানুষদের কোথায় সাজাবেন, তার খোঁজে ঘণ্টার পর ঘণ্টা হাঁটেন এই শিল্পী৷ তারপর ঠিক জায়গাটি খুঁজে পেলে, সেখানে পুতুলগুলোকে সাজিয়ে, তার ছবি তোলেন স্লিনকাচু৷ তারপর পুতুলগুলোকে সেখানেই ফেলে রেখে চলে যান৷

পথচারীরা অনেক সময় খেয়ালই করেন না, ঠিক কীসের ছবি তুলছেন এই শিল্পী৷ পরে চোখে পড়লে বলেন: ‘‘দেখতে দারুণ লাগে, কেননা ও গুলো এতো ছোট আর অসাধারণ৷ কিন্তু কেউ দেখিয়ে না দিলে, আমি হয়তো ও গুলোকে খেয়ালই করতাম না৷''

আবার কেউ বলেন: ‘‘আমার ঐ স্কেটবোর্ডারদের আর তাদের গল্পটাকে খুব ভালো লেগেছে – যেভাবে একজন একটি ফেলে দেওয়া কমলালেবুর খোসার ওপর স্কেটবোর্ড করছে আর অন্যজন দাঁড়িয়ে রয়েছে৷''

নিজের সৃষ্ট পুতুলগুলোকে এ ভাবে ফেলে রেখে চলে যাওয়ার পিছনেও একটা চিন্তা রয়েছে৷ স্লিনকাচু বলেন, ‘‘অনেক ক্ষেত্রে আমি পুতুলগুলোকে দিয়ে মানুষজনের হারানো, পরিত্যক্ত, একাকিত্বের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি; শেষমেষ পুতুলগুলোকে নিজেই ফেলে রেখে চলে যাই... কেননা আমিই তো তাদের এই অনুভূতির কারণ৷ আমার ছবিগুলোর উপজীব্যই তো তাই৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান