1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ফেস্টিভাল অফ লাইটস’

এলকে শোয়াব/জেডএইচ২৬ ফেব্রুয়ারি ২০১৫

ফ্রান্সের লিয়ঁ শহরে প্রতি বছর ‘ফেস্টিভাল অফ লাইটস’ অনুষ্ঠিত হয়৷ ১৯৮৯ সাল থেকে উৎসবের একটি বড় অংশ হয়ে আছে ‘লাইট শো’৷

https://p.dw.com/p/1Ei2r
Lyon Fête des Lumières 2013
ছবি: Reuters

পর পর চার রাতে আয়োজিত এই ‘শো' দেখতে প্রতি বছর বিশ্বের অনেক দর্শক লিয়ঁ-তে ভিড় জমান৷ ফলে এটি এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় লাইট শো-তে পরিণত হয়েছে৷

ফ্রান্সের শহরটিকে যাঁরা ভালোভাবে চেনেন, তাঁদের কাছেও শহরটি সে সময় নতুন রূপে ধরা দেয়৷

২০১৪ সালের ‘ফেস্টিভাল অফ লাইটস’ নামের এই উৎসবের অন্যতম অংশ ছিল জিলবেয়ার কুদেন-এর আলোর খেলা৷ ‘‘উৎসবের সময় পুরো শহরটা জেগে উঠে৷ ঠান্ডা কিংবা তুষারপাতের সময়ও৷ যদিও আজকাল আর এ সবের তেমন দেখা মেলে না৷''

Lyon Fête des Lumières 2013
ছবি: Reuters

প্রায় চল্লিশ লক্ষ দর্শক চার রাত ধরে চলা এই উৎসব উপভোগ করেন৷

কুদেন-ই লিয়ঁ-র প্রথম শিল্পী, যিনি কেন্দ্রীয় আলোকসজ্জার আন্তর্জাতিক প্রতিযোগিতাটিতে জয়ী হন৷

জিলবেয়ার কুদে ‘সিতে ক্রিয়াসিয়ঁ' নামধারী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা৷ এই শিল্পী গোষ্ঠী বিশ্বের বিভিন্ন শহরে বড় বড় দেয়ালচিত্র স্থাপন করে শহরের সৌন্দর্য বর্ধন করেছে৷ আলো দিয়ে ডিজাইন করা তাঁর নতুন সখ৷ কুদেন বলেন, ‘‘রং আর মুভমেন্টের সঙ্গে আলোর সংযোগ ঘটানোর কাজটা দারুণ৷ কিন্তু একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে: শো চলার সময় মানুষ যেন কিছু একটা ভাবতে কিংবা অনুভব করতে পারে৷ আর সেটা করতে হলে, আপনার একটা গল্পের প্রয়োজন পড়বে৷

Lyon Fête des Lumières 2013
ছবি: Reuters

‘‘যখন দেখি মানুষ কিছুক্ষণের জন্য সব কিছু ভুলে হাসতে থাকে, সুখ অনুভব করে এবং যেন কোনো স্বপ্নের জগতে চলে যায়, তখন আমি সন্তুষ্ট হই,'' বলেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান