‘রাজনীতি রাজাদের জন্য শোভা পায়, নারীদের নয়' | পাঠক ভাবনা | DW | 27.02.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘রাজনীতি রাজাদের জন্য শোভা পায়, নারীদের নয়'

বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য শীর্ষ দুই নেত্রীকেই দায়ী মনে করেন ইইউ সাংসদ ইওসেফ ভাইডেনহলৎসার৷ ডয়চে ভেলের ফেসবুকে পাঠক বন্ধুদের মতও সেরকমই৷ তবে কে কতটা দায়ী তারও একটা হিসেব দিয়েছেন কেউ কেউ৷

পাঠক জাকির হোসেন মন্ডলের মতে শেখ হাসিনাই বর্তমান পরিস্থিতির জন্য শতকরা ৯০ ভাগ দায়ী৷ আর বন্ধু ক্যালভিন বার্তমান পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী করেছেন৷

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সাংসদ ইওসেফ ভাইডেনহলৎসার সম্প্রতি বাংলাদেশ ঘুরে এসে ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দুই নেত্রীকেই দায়ী মনে করেন৷ তাঁর সাক্ষাৎকারটি ফেসবুকে দেখেছেন প্রায় ৬ হাজার পাঠক৷ লাইক করেছেন অন্তত পাঁচশ' পাঠক৷ আর এতে মন্তব্য করেছেন ৪০ জনেরও বেশি বন্ধু৷

মেহেদী হাসান শুধু হাসিনাকেই দায়ী করেছেন৷ এর কারণ নাকি ৫ জানুয়ারির নির্বাচন৷

পাঠক এম ডি মাহা তো সরাসরি লিখেই ফেলেছেন, ‘‘রাজনীতি রাজাদের জন্য শোভা পায়, বাংলাদেশের নারীদের নয়৷''

পাঠক মোশারফ হোসেন, জাহের আবদুল, নাবিক ওহিদুল, শাহজাহান সাজু এবং রবি ইইউ সাংসদ ইওসেফ ভাইডেনহলৎসারের সাথে পুরোপুরি একমত৷

পাঠক রোমেল আহমেদ সরাসরি কোনো নেতা বা দলকে দায়ী না করে গণতন্ত্রের পক্ষে তাঁর মতামত জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘গণতন্ত্র এবং সুশাসনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বিশ্বাসযোগ্য নির্বাচন৷ আর গণতন্ত্র অব্যাহত রেখেই বাংলাদেশের পরিস্থিতি স্থতিশীল করা সম্ভব৷ বর্বোরচিতভাবে বিরোধীতা করে নয়৷''

অন্যদিকে ফাটাকেষ্ট নামে এক বন্ধু বিএনপিকেই বেশি দায়ী করেছে৷ তিনি লিখেছেন, ‘‘দায়টি অবশ্যই বিএনপির বেশি, তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি৷ এমনকি আন্দোলনের নামে সন্ত্রাসকে উপেক্ষা করা হচ্ছে, হরতাল-অবরোধও দিচ্ছে তারাই৷ যদিও কেউই তাদের হরতাল মানে না৷ আসলে দলের নেতা-কর্মীরাই তো হরতাল মানে না৷''

পাঠক হাসান সরকার শেখ হাসিনাকে ৮০ ভাগ দায়ী মনে করেন৷ আর মনির হোসেন শেখ মনে করেন হাসিনা ৯০ ভাগ দায়ী৷ রিপন খন্দকার এবং মাসুদ পারভেজেরও একই মত৷ এছাড়া বন্ধু মোমেনও এমনটাই মনে করেন৷

মো. মনির হোসেন মনে করেন, ‘‘শেখ হাসিনা ৯৯ পার্সেন্ট দায়ী, কারণ লাশের ওপর নৃত্য করে তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহাল করে ক্ষমতায় এসে, পরে সেই পদ্ধতি আদালতের মাধ্যমে বাতিল করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপকৌশল হাসিনাই করেছেন৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন