1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধবিরতির প্রথম দিনেই আবার ইসরায়েলের হামলা, নিহত ৫০

১ আগস্ট ২০১৪

যুদ্ধবিরতির প্রথম দিনেই গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের হামলায় শুক্রবার অন্তত ৫০ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে৷

https://p.dw.com/p/1CnIq
Gaza Israel Krieg Angriff 1. August
ছবি: picture-alliance/dpa

ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করাতেই নতুন করে আক্রমণ চালাতে বাধ্য হয়েছে তারা৷ ইসরায়েলের অভিযোগ তিন দিনের যুদ্ধবিরতি শুরুর দেড় ঘণ্টার মধ্যেই হামাস আবার হামলা চালায় এবং তাতে দুজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে৷

এর আগে তিন দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস৷ ২৪ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ১,৪৫০ ফিলিস্তিনি প্রাণ হারানোর পর দু-পক্ষ যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছিল৷

জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির প্রশ্নে হামাস আর ইসরায়েলের মধ্যকার দূরত্ব ঘোচানোর চেষ্টা করে আসছিল৷ শুক্রবার এ প্রয়াসে সাময়িক সাফল্য আসে৷ স্থানীয় সময় সকাল আটটা থেকে গাজায় ইসরায়েলের হামলা এবং হামাসের ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়া বন্ধ রাখা হয়৷ নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর এবং দিল্লিতে অনুষ্ঠিত দুটি সংবাদ সম্মেলনে অস্ত্রবিরতিতে দু-পক্ষের সম্মত হবার কথা জানানো হয়েছিল৷

দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যু্দ্ধবিরতির খবরকে ‘স্বস্তিদায়ক’ বললেও সঙ্গে এ-ও জানিয়েছিলেন, এর মাধ্যমে যেসব সমস্যার সমাধান হয়ে গেল তা তিনি মনে করেন না৷

শুক্রবার সকাল থেকে কার্যকর হওয়া ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েল বা হামাসের পক্ষ থেকে এ সময়ের মধ্যে পরস্পরের প্রতি আক্রমণ বন্ধ রাখার কথা ছিল৷ তবে আত্মরক্ষামূলক অভিযান পরিচালনার সুযোগ ছিল৷

এসিবি/জেডএইচ (এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য