1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জিহাদ আল নিকা’

৩০ আগস্ট ২০১৪

অন্তত তিনজন সুন্নি মুসলমান মহিলা মালয়েশিয়া থেকে মধ্যপ্রাচ্যে গেছেন আইএস যোদ্ধাদের ‘প্রেমের সান্ত্বনা’ দিতে৷ এই জিহাদ আল নিকা বা বৈবাহিক জিহাদের ডাক দেওয়া হয়েছিল আইএস-এর তরফ থেকে, গত জুন মাসে৷

https://p.dw.com/p/1D3cZ
Syrien Bürgerkrieg Frauensoldaten in Aleppo
ছবি: Transterra

খবরটা মালয়েশিয়ার ইনসাইডার নিউজ পোর্টালের৷ তারা আবার খবরটা পায় মালয়েশীয় গুপ্তচর বিভাগের এক কর্মকর্তার কাছ থেকে৷ আইএস জঙ্গি গোষ্ঠী মুসলমান পরিবারবর্গের প্রতি আহ্বান জানিয়েছিল, তাদের কুমারী কন্যাদের বৈবাহিক জিহাদের জন্য ‘ইসলামিক রাষ্ট্রে' পাঠাতে৷ শুধু মালয়েশিয়া থেকেই নয়, অস্ট্রেলিয়া ও ব্রিটেন থেকেও একাধিক সুন্নি পরিবারের মহিলা এভাবে মধ্যপ্রাচ্য যাত্রা করেছেন, বলে জানিয়েছেন মালয়েশীয় গুপ্তচর বিভাগের কর্মকর্তাটি৷ ব্রিটেনের যে ৬০০ নাগরিক আইএস যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছে, তাদের সকলে ‘ফ্রন্ট লাইনে' নেই: কিছু মুসলমান মহিলা পুরুষ যোদ্ধাদের ‘যৌন সান্ত্বনা' দিচ্ছেন, বলে কর্মকর্তাটি জানান৷

জিহাদ আল নিকা বা বৈবাহিক জিহাদের ধারণাটা প্রথম চালু করেন এক মৌলবাদী ওয়াহাবি মৌলবী, ২০১৩ সালে, যখন তিনি মহিলাদের প্রতি ‘যৌন সেবা' দানের আহ্বান জানান৷ এর মাধ্যমে নাকি সিরিয়ায় বাশার আল-আসাদের বিরুদ্ধে যারা লড়ছে, সেই সব যোদ্ধারা প্রেরণা পাবে৷

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য