1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাদক বর্জ্জিত ভারতের ডাক দিয়েছেন মোদী

১৯ ডিসেম্বর ২০১৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘স্বচ্ছ ভারতের' পর এবার ‘ড্রাগস-ফ্রি-ইন্ডিয়া'-র ডাক দিয়েছেন৷ গত রবিবার তাঁর তৃতীয় ‘মন-কি-বাত' বা ‘মনের কথা' নামের বেতার ভাষণে মাদক সেবনকে ‘জাতীয় বেদনা' হিসেবে অভিহিত করেন মোদী৷

https://p.dw.com/p/1E6cc
Drogensüchtiger
ছবি: picture-alliance/dpa

মাদক সেবন জীবনে অন্ধকার, বিনাশ ও বিপর্যয় ডেকে আনে, বলেছেন মোদী তাঁর বেতার ভাষণে৷ জাতির প্রতি সরাসরি বক্তব্য রাখার এই সহজ-সরল পদ্ধতিটি ক্রমেই আরো বেশি জনপ্রিয় হচ্ছে এবং মোদী দৃশ্যত এই ভাষণের জন্য এমন সব বিষয় বেছে নিচ্ছেন, যা সর্বভারতীয় পর্যায়ে বর্তমান সমস্যাবলী ও তাদের যৌথ প্রতিরোধ তথা প্রতিষেধকের দিকে নজর ফেরাতে সক্ষম৷ মাদক বর্জ্জিত ভারত ঠিক সেইরকম একটি ‘স্লোগান'৷

মোদী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একদিকে নিজের প্রশাসনিক অভিজ্ঞতার কথা বলেছেন, অপরদিকে আসন্ন এবং পরিকল্পিত প্রশাসনিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন৷ তার মধ্যে প্রথমেই আসে একটি টেলিফোন ‘হেল্পলাইন', যা শীঘ্র সৃষ্টি করা হবে৷ সম্প্রতি তিনি যখন আসামে পুলিশের ডাইরেক্টর-জেনারেল বা ডিজি-দের সঙ্গে একটি সম্মেলনে মিলিত হন, তখন তিনি পুলিশ কর্মকর্তাদের এ ধরনের একটি হেল্পলাইন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন, বলে মোদী জানান৷

মাদক প্রসঙ্গে যে দু'টি শব্দ বারংবার মোদীর মুখে শোনা গেছে, সেগুলো হলো: বেদনা এবং রোষ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিক সরকারী কর্মকর্তা তাঁর কাছে এসে তাঁদের সন্তানদের মাদকসেবনে জড়িয়ে পড়ার বেদনাদায়ক কাহিনি শুনিয়েছেন; একবার তিনি পাঞ্জাবে মাদকসেবীদের মায়েদের রোষ ও বেদনা পরিলক্ষণ করেছেন – বলে মোদী জানান৷ তাঁর মতে মাদকের অপব্যবহার একটি ‘সাইকো-সোশ্যাল-মেডিকেল' সমস্যা এবং সেইভাবেই তার মোকাবিলা করা উচিত৷

এক্ষেত্রে নিউজ মিডিয়া বা সংবাদমাধ্যম যে ভূমিকা রেখেছে, প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন – অপরদিকে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ড্রাগ অ্যাবিউজ' সংক্রান্ত সচেতনতা প্রসারের অনুরোধ করেন৷ উদাহরণস্বরূপ তিনি বলেন, কাশি থামানোর সিরাপের মতো ওষুধও ‘সময় কাটানোর ড্রাগ' হিসেবে ব্যবহৃত হচ্ছে – তাঁর মতে এ ধরনের কাফ সিরাপও প্রেস্ক্রিপশন ছাড়া বিক্রি করা উচিত নয়৷ মাদক বিরোধী আন্দোলনে হ্যাশট্যাগ #ড্রাগ-ফ্রি-ইন্ডিয়া ব্যবহারের প্রস্তাব দেন মোদী৷

মাদক কেনার জন্য যে অর্থ ব্যয় করা হচ্ছে, তা সন্ত্রাসবাদী কার্যকলাপের পুঁজি যোগাতে পারে, বলে মোদীর আশঙ্কা৷ নভেম্বরের ৪ তারিখে তাঁর দ্বিতীয় জাতীয় বেতার ভাষণে প্রধানমন্ত্রী মাদক প্রসঙ্গে সকলের মতামত জানতে চেয়েছিলেন এবং এনজিও-দের প্রতি তাদের অভিজ্ঞতার কথা জানাতে অনুরোধ করেছিলেন৷ এবার তিনি বলেন, ‘‘আমাদের ছেলে-মেয়েদের মধ্যে কয়েকজন মাদকে আসক্ত হয়ে পড়তে পারে এবং তার ফলে একটি পরিবার ছিন্নভিন্ন হয়ে যেতে পারে,'' এটাই হলো তাঁর উদ্বেগ৷

মাদক সেবনের সমস্যার প্রতিরোধের জন্য পরিবার, বন্ধুবান্ধব, সমাজ, সরকার এবং আইন-শৃঙ্খলাকে একযোগে কাজ করতে হবে, বলে মোদী অভিমত প্রকাশ করেন৷ তিনি জানান যে, তিনি সিনেমা, খেলাধুলা এবং সমাজজীবনের অপরাপর অংশের সেলেব্রিটিদের তাঁর এই ‘ড্রাগস-ফ্রি-ইন্ডিয়া' অভিযানে সংশ্লিষ্ট করার চেষ্টা করবেন৷ মোদীর দৃষ্টিকোণ থেকে ‘‘মাদকাসক্তি খারাপ হতে পারে, কিন্তু মাদকাসক্ত সন্তান নয়''৷

এসি/ডিজি (পিটিআই, দ্য হিন্দু)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য