1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাকাশ থেকে অভিনন্দন!

ডেভ রাইস / আরাফাতুল ইসলাম১৫ জুলাই ২০১৪

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর এখন আনন্দের বন্যায় ভাসছে জার্মানি৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন জানানো হচ্ছে জার্মান দলকে৷ এমনকি মহাকাশ থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা৷

https://p.dw.com/p/1CcbS
Fußball WM 2014 Fußballspieler Feier Sami Khedira und Lena Gercke
ছবি: picture-alliance/dpa

মারিও গোটৎসের গোলে ফাইনালে বিজয় নিশ্চিত করে জার্মানি৷ টানটান উত্তেজনার এই খেলায় আর্জেন্টিনা লড়াই করেছে শেষ অবধি৷ ফলে খেলাটা কখনোই একপেশে মনে হয়নি, যেমনটা হয়েছিল ব্রাজিলের বিপক্ষে জার্মানদের সেমিফাইনাল৷

সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে মারিও গোমেস লিখেছেন, ‘অভিনন্দন, হৃদয়ের অন্তঃস্থল থেকে৷' জার্মানির এই খেলোয়াড় বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পাননি৷ সেই বেদনাও ফুটে উঠেছে তাঁর ফেসবুক স্ট্যাটাসে৷ তিনি লিখেছেন, ‘‘সবকিছু হারানোর কষ্টটাও আবার অনুভব করছি৷''

আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন জার্মান মহাকাশচারী আলেক্সান্ডার গ্যার্স্ট৷ খেলা তিনি দেখেছেন সেখানে বসেই৷ মহাকাশ থেকে গ্যার্স্ট টুইটারে অভিনন্দন জানিয়েছেন জার্মান দলকে৷ তিনি ফাইনালকে আখ্যা দিয়েছেন ‘গ্রেট গেম' হিসেবে৷

বর্তমান মার্কিন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান ১৯৯০ সালে বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য ছিলেন৷ বর্তমান জার্মান দল গড়ায়ও তাঁর বিশেষ ভূমিকা রয়েছে, যা বিশ্বকাপ জয়ের পর স্বীকার করেছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷ ক্লিন্সমান তাঁর প্রিয় ‘ইওগি'কে অভিনন্দন জানাতে ভোলেননি৷ টুইটারে তিনি লিখেছেন:

জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক খেলা দেখতে গিয়েছিলেন ব্রাজিল৷ খেলা শেষে চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে তিনিও জার্মান দলের ড্রেসিং রুমে যান৷ সেসময় গাউক বলেন, ‘‘শ্বাসরুদ্ধকর খেলা ছিল৷ আমার উদ্বেগ ক্রমশ বাড়ছিল৷''

সংগীতশিল্পী রিহানা সম্প্রতি জার্মান ফুটবল দলের ভক্তদের তালিকায় নাম লিখিয়েছেন৷ রিও ডি জানিরোর মারাকানা স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন তিনি৷ রিহানার ভাষায় তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা এটি৷

এদিকে, বিশ্বকাপ শেষে জার্মান দলের পার্টির কিছু ছবি ফেসবুকে প্রকাশ হয়েছে৷ জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবি'র ফেসবুক পাতায় প্রকাশিত ছবিগুলোর মধ্যে বিশেষ নজর কেড়েছে এই ছবিটি:

Sami Khedira mit Freundin Lena Gercke
ছবি: Reuters

জার্মান মিডিয়ার বিজয় উদযাপন

জার্মান গণমাধ্যম সংগত কারণেই জাতীয় দলের ব্যাপক প্রশংসা করেছে৷ ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে সাইটুং মূল শিরোনামে লিখেছে, ‘গোটৎসে রক্ষাকর্তা৷' প্রচার সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় পত্রিকা বিল্ডের শিরোনাম, ‘বিশ্ব চ্যাম্পিয়ন ২০১৪: কাপটা ওখানে৷'

স্যুডডয়চে সাইটুং পত্রিকা একটু ভিন্নভাবে বিষয়টি প্রকাশ করেছে৷ পত্রিকাটি লিখেছে, ‘গোটৎসেডাংক৷' মূল জার্মান শব্দটি হচ্ছে ‘গৎসেডাংক' যার বাংলা ‘ধন্যবাদ খোদা' বা ইংরেজিতে ‘থ্যাংকস গড৷' এই শব্দটি একটু পরিবর্তন করে গোটৎসের নাম জুড়ে দিয়েছে পত্রিকাটি৷

আর ডেয়ার স্পিগেল পত্রিকা তাদের শিরোনামে জার্মানির বিশ্বকাপ জয়ের সালগুলো তুলে এনেছে৷ পত্রিকাটি লিখেছে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি: ১৯৫৪.১৯৭৪.১৯৯০.২০১৪!'

বাংলাদেশের গণমাধ্যমে ভূয়সী প্রশংসা

বাংলাদেশের গণমাধ্যমে জার্মানির বিশ্বকাপ জয়ের খবর বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশ হয়েছে৷ সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক প্রথম আলোর মূল শিরোনাম, ‘২৪ বছর পর জার্মানি বিশ্ব চ্যাম্পিয়ন: মেসির স্বপ্ন ভেঙে জার্মান উৎসব৷' ফাইনালে একমাত্র গোল করা মারিও গোটৎসেকে নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো৷ লেখার শিরোনাম, ‘ফাইনালের নায়ক গোটশে৷'

এছাড়া বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম লিখেছে, ‘মারাকানায় ইতিহাস জার্মানির৷' সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছ'টা পর্যন্ত এটি ছিল অনলাইন পত্রিকাটির সর্বাধিক পঠিত প্রতিবেদন৷ অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা অসন্তুষ্ট৷ কারণটা জানিয়েছে বিডিনিউজ৷ শিরোনাম, ‘মেসি গোল পেলে ‘খুশি হতেন' প্রধানমন্ত্রী৷'

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য