1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিন্ন জগতের সন্ধান

ইয়ুলিয়া হিৎস/এআই৩০ আগস্ট ২০১৪

আচ্ছা, ড্রোন কি শুধু পাকিস্তানে জঙ্গি নিধন কিংবা গোয়েন্দা কাজে ব্যবহার হচ্ছে? মোটেই না৷ এখন বলতে গেলে মানুষের হাতে হাতে পৌঁছে যাচ্ছে ড্রোন৷ সেগুলোতে থাকা ক্যামেরা এক ভিন্ন জগতের সন্ধান দিচ্ছে আমাদের৷

https://p.dw.com/p/1D3AM
Drohne Personensuche
ছবি: picture-alliance/dpa

ড্রোন দিয়ে ছবি

অপরিচিত দৃশ্য কিংবা উপর থেকে ছবি তোলা এখন ড্রোন ক্যামেরা দিয়ে সম্ভব৷ এই উড়োযান ব্যবহার করে এখন এমন সব দৃশ্য ধারণ সম্ভব করছে যার জন্য একসময় ক্রেন বা হেলিকপ্টারের দরকার হতো৷

এশিয়া থেকে সস্তা প্রসেসর এবং সেন্সর আমদানি সম্ভব হওয়ায় এখন কম খরচেই ড্রোন তৈরি করা যাচ্ছে৷ হামবুর্গ-ভিত্তিক প্রোডাকশন কোম্পানি কুপারকপ্টারের জন্য এটা এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে৷ কোম্পানির প্রধান রানিল বায়ার এই বিষয়ে বলেন, ‘‘প্রযুক্তির অগ্রগতি – মানে চীনের সস্তা প্রযুক্তি এবং রাশিয়ার রকেট টেকনোলজি ছাড়া এগুলো তৈরি সম্ভব ছিল না৷ কিংবা এতটা সস্তায়, মানে একেবারে সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যেও এগুলো পাওয়া যেতো না৷''

প্রোডাকশন কোম্পানি বড় এবং ব্যয়বহুল অক্টোকপ্টার নাকি ছোট কেয়াডকপ্টার ব্যবহার করবে, তা ছবির মানের চাহিদার উপর নির্ভর করে৷ ড্রোনগুলো প্রোফেশনাল বড় ক্যামেরা বহন করতে পারেনা৷ তবে এগুলো অনেক নমনীয় এবং গতিসম্পন্ন৷ আর প্রোফেশনাল কিংবা নবীন সবাই এখন ছোট্ট ‘গোপ্রো' ক্যামেরা ব্যবহার করেন৷

কুপারকপ্টার একঘণ্টা উড়তে পারে৷ এরপর সেটিকে পাঁচঘণ্টা ধরে রক্ষণাবেক্ষণ করতে হয়৷ তা সত্ত্বেও এটা লাভজনক ব্যবসা৷ কেননা এ কাজে একটি হেলিকপ্টার ভাড়া করলে ঘণ্টাপ্রতি খরচ হবে হাজার ইউরোর বেশি৷

সস্তা ড্রোনগুলো অনেকে শখ করেও ব্যবহার করেন৷ বার্লিনের বাসিন্দা স্টেফেন ফ্যোর্স্টার তাদের একজন৷ এভাবে তোলা ছবির কোয়ালিটি খুব একটা ভালো হয় না৷ তবে তাঁর মূল উদ্দেশ্য মজা করা৷ তিনি বিভিন্ন বাধা পেরিয়ে ড্রোনটি এগিয়ে নিয়ে যান এবং নিত্য নতুন জায়গা আবিষ্কার করেন৷ স্মার্টফোন কিংবা ট্যাবলেট ব্যবহার করে এগুলো সহজে চালানো যায়৷

ড্রোনের ব্যবসা ক্রমশ গতি পাচ্ছে৷ সস্তা ড্রোন মডেলগুলোর দাম তিনশো ইউরোর কম৷ চীনে তৈরি এসব ড্রোনের দাম একটু বেশি, হাজার ইউরোর মতো৷ এগুলো দিয়ে ভালো ছবি তোলা যায়৷ এমনকি শখের চালকরাও এটি দিয়ে খুব ভালো মানের ছবি তুলতে পারেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য