1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তথ্য প্রযুক্তি শিল্প

১৩ মার্চ ২০১২

অর্চিস্মান মজুমদার কলকাতায় মানুষ হয়ে পরে ব্যাঙ্গালোরে গেছেন, প্রথমে একটি বড় আইটি কোম্পানির হয়ে কাজ করেছেন৷ আজ আইটি ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করছেন৷

https://p.dw.com/p/14Jbi
ছবি: dapd

অর্চিস্মান কম্পিউটার সায়েন্স পড়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স পাস করার পর৷ পরে ভারতের তিনটি বৃহত্তম তথ্য প্রযুক্তি কোম্পানির একটিতে চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে যান৷

আইটি শিল্পে যোগ দিয়ে খুবই ভালো লেগেছিল, জানালেন অর্চিস্মান৷ অনেক প্রশিক্ষণ, অনেক পড়াশোনা৷ কিন্তু কোম্পানির ক্যাম্পাসটা ছিল অনেকটা কলেজের ক্যাম্পাসের মতো: খোলামেলা৷ ভাবনা-চিন্তা করার সুযোগ ছিল৷

Fachkräftemangel Ausland Deutschland Fachkräfte
ভারতের আইটি কর্মীরা বাড়তি যোগ্যতার পথে চলছেনছবি: dpa

আইটি শিল্পে যোগদানের জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা খুব ভালো, বললেন অর্চিস্মান৷ এছাড়া বিসিএ এবং এমসিএ করেও চাকরি পাওয়া যায় এ'সব কোম্পানিতে৷ ‘অ্যাপ্টিচুড' পরীক্ষাগুলোর জন্য কিছুটা অঙ্ক আর ইংরিজির প্রয়োজন পড়ে৷

অর্চিস্মান এখন আইআইএম ব্যাঙ্গালোর থেকে আইটি ম্যানেজমেন্ট বিষয়ে ডক্টরেট করছেন৷ এ'জন্য প্রথমে তাকে এমবিএ কোর্সটা করতে হয়েছে৷

ভারতে আইটি কোম্পানিগুলির মূল ঘাঁটি এখনও ব্যাঙ্গালোর, বললেন অর্চিস্মান৷ তবে বিগত পাঁচ থেকে দশ বছরে তথ্য প্রযুক্তি ছড়িয়েছে প্রথমে দক্ষিণে হায়দ্রাবাদ এবং চেন্নাই'য়ে, পরে দিল্লি এবং মুম্বই'তে৷ বর্তমানে কলকাতাতেও বহু তথ্য প্রযুক্তি কোম্পানি আছে৷ কাজেই সেখানেও এখন অনেক সুযোগ৷

তবে এই বিশ্বায়নের যুগে আইটি কর্মীরা বিশ্বের যে কোনো জায়গায় কাজ পেতে ও করতে পারেন, বলে অর্চিস্মানের ধারণা৷

সাক্ষাৎকার: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান