1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি-ইসরায়েল

২২ মার্চ ২০১২

ইসরায়েলের কাছে সাবমেরিন বা ডুবো জাহাজ বিক্রি করার এক চুক্তি স্বাক্ষর করেছে জার্মানি ও ইসরায়েল৷ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ও জার্মান প্রতিরক্ষা সচিব রুডিগার ভল্ফ'এর উপস্থিতিতে বুধবার এ চুক্তি স্বাক্ষরিত হয়৷

https://p.dw.com/p/14P19
ছবি: dapd

এই চুক্তিটির আওতায় দুটো অত্যাধুনিক অতিকায় ‘ডলফিন' ডুবোজাহাজ ইসরায়েলের কাছে বিক্রি করবে জার্মানি৷ যার অর্থমূল্য পড়বে ৪০০ মিলিয়ন ইউরো৷ তবে এই বিপুল অর্থের তিন ভাগের এক ভাগ টাকা জার্মান সরকারই ভর্তুকি সহায়তা হিসেবে দান করবে ইসরায়েলকে৷

ডুবোজাহাজ হস্তান্তর

ইসরায়েলের নৌবাহিনীর জন্য কেনা ডুবোজাহাজটি ২০১৮ সাল নাগাদ হস্তান্তর করা সম্ভব হবে বলে খবরে প্রকাশ করেছে ইসরায়েলের একটি সংবাদপত্র৷

ইসরায়েলের কাছে ইতোমধ্যেই তিনটি ডুবোজাহাজ আছে৷ চতুর্থ ও পঞ্চম ডুবোজাহাজ দুটোও খুব শিগগীরই যোগ হবে তাদের নৌ বাহিনীতে৷ ৪র্থ ও ৫ম জাহাজদুটো নির্মাণের কাজ প্রায় শেষের দিকে৷ ২০১৩ সালের মাঝামাঝি নাগাদ ৪র্থটি এবং ২০১৪ সালের শেষ দিকে ৫ম ডুবোজাহাজটি ইসরায়েলের কাছে হস্তান্তর করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে৷

Israel Deutschlan Ehud Barak Thomas de Maiziere Berlin 20.03.2012
জার্মান প্রতিরক্ষা মন্ত্রী টোমাস দেমেজিয়ের’এর সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাকছবি: dapd

জার্মানি থেকে কেনা এবারের জাহাজটি হাতে পাবার পর, ইসরায়েলের প্রতিরক্ষা খাতে ডুবোজাহাজের সংখ্যা হবে ছয়৷

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

ডুবোজাহাজ বিক্রির চুক্তি স্বাক্ষর হবার পর, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'কে একটি চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু৷

চিঠিতে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে এবং ইসরায়েল সরকারের পক্ষ থেকে ম্যার্কেল'কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান৷ এছাড়া চিঠিতে নেতানিয়াহু আরো লিখেছেন, বিশ্বে বর্তমানে যে ‘অশান্ত, বিক্ষুব্ধ ও অস্থির সময়' যাচ্ছে, তাতে ‘ইহুদী রাষ্ট্র ইসরায়েলের আরো বিপুল পরিমাণ নিরাপত্তা দরকার'৷

জার্মানির কাছে থেকে ইসরায়েল যে দু'টো ডলফিন ডুবোজাহাজ পাচ্ছে সেগুলো দেশটির নিরাপত্তাকে আরো বেশি সুরক্ষিত করছে বলেও তাঁর চিঠিতে উল্লেখ করেছেন নেতানিয়াহু৷ জানিয়েছেন নেতানিয়াহু'র মুখপাত্র মার্ক রেগেভ৷

এ চুক্তি স্বাক্ষর হবার পর এহুদ বারাক বলেছেন, ‘‘জার্মানি ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতারই প্রতিফলন এই চুক্তি৷'' ‘‘ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় জার্মানি যে অঙ্গিকারাবদ্ধ এ চুক্তি তারই প্রকাশ'' বলেও উল্লেখ করেছেন তিনি৷

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য