1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

৩ মার্চ ২০১৩

পোলিশ খেলোয়াড় রবার্ট লেভান্ডোভস্কির দু’টো গোলের কল্যাণে বোরুসিয়া ডর্টমুন্ড শনিবার হ্যানোভার’কে হারায় ৩-১ গোলে৷ কাজেই জার্মান কাপে বায়ার্নের হাতে ঠাঙানির দুঃখটা অন্তত কিছুটা কমেছে৷

https://p.dw.com/p/17pQn
ছবি: Reuters

মঙ্গলবার আবার ডর্টমুন্ডের চ্যাম্পিয়নস লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা, শাখতার ডোনেৎস্ক'এর বিরুদ্ধে৷ তার আগে বুন্ডেসলিগা পয়েন্টের তালিকায় নিজেদের দ্বিতীয় স্থানটা আরেকটু পোক্ত করে নেওয়ায় ক্ষতিটা কি? ডর্টমুন্ডের এখন ৪৮ পয়েন্ট৷ তৃতীয় বায়ার লেভারকুজেন শনিবার স্টুটগার্টকে হারায় ২-১ গোলে৷ তাদের এখন ৪৭ পয়েন্ট৷ তালিকার শীর্ষে ৬০ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ, সকলের ধরাছোঁয়ার বাইরে৷

মজার কথা, লেভান্ডোভস্কি এর আগে লাল কার্ড দেখার ফলে তিন-ম্যাচের সাসপেনশনে ছিলেন৷ শুক্রবার তাঁর সাজা কমিয়ে দু'ম্যাচের নিষেধাজ্ঞা করা হয়, নয়তো তিনি হ্যানোভারের বিরুদ্ধে খেলতেই পারতেন না৷ তার ওপর আবার ডর্টমুন্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ লেভান্ডোভস্কিকে একেবারে সামনে না রেখে, রেখেছিলেন ফরোয়ার্ড ইউলিয়ান শিবার'এর পিছনে৷ তা সত্ত্বেও লোভান্ডোভস্কি দু'টি গোল করে এ'মরশুমে তাঁর গোলের সংখ্যা দাঁড় করিয়েছেন ষোলোয়, অর্থাৎ তিনি এখন বুন্ডেসলিগার জয়েন্ট টপ স্কোরার৷ দুঃখ শুধু এই যে, লেভান্ডোভস্কি স্বয়ং ডর্টমুন্ডের সঙ্গে তাঁর চুক্তি ২০১৪ সালের পর আর বাড়াতে চাননি - ওদিকে তাঁর বায়ার্নে যাবার গুজব ক্রমেই আরো জোরদার হচ্ছে৷

রেয়াল আবার বার্সাকে হারাল

বুন্ডেসলিগা থেকে লা লিগায় চোখ ফেরালে দেখা যাচ্ছে এক আশ্চর্য দৃশ্য: এফসি বার্সেলোনা তাদের শেষ চারটে খেলার মধ্যে তিন'টে'তে হেরেছে, তার মধ্যে একা রেয়াল মাদ্রিদের কাছেই দু'বার৷ শনিবার সের্জিও রামোস'এর বিলম্বিত গোলে রেয়াল বার্সাকে হারায় ২-১ গোলে, অবশ্য বার্সার প্লেয়াররা রেফারি শেষমুহূর্তে তাদের একটা পেনাল্টি না দেওয়ায় অতিশয় ক্ষুণ্ণ: ডিফেন্ডার জেরার পিকে তো ফেবারিটিজমের অভিযোগ করে বসে আছেন৷

অবশ্য এ' জিত সত্ত্বেও লা লিগায় বার্সা রেয়ালের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে রইল৷ এছাড়া খেলার ১৮ মিনিটের মাথায় লিওনেল মেসি আবার বার্সার হয়ে একটি গোল করেছেন, তাঁর নিজস্ব ভঙ্গিতে, বাঁ পায়ের শটে৷ যার ফলে বার্সা-বনাম-রেয়াল ‘ক্ল্যাসিকো' ম্যাচগুলিতে এখন মেসির করা গোলের সংখ্যা ১৮, যা কিনা আলফ্রেদো দি স্তেফানো'র চিরকালের রেকর্ডের সমান৷ তবে মেসির এই নতুন রেকর্ড নিয়ে আদিখ্যেতা করার মতো মুড এখন বার্সার প্লেয়ার, কর্মকর্তা কি ফ্যান, কারোরই নেই৷

ওদিকে রেয়ালের সামনে ম্যানচেস্টার ইউনাইটেড'এর সঙ্গে চ্যাম্পিয়নস লিগের টক্কর৷ সেক্ষেত্রে পাঁচদিনের মধ্যে বার্সেলোনাকে দু'বার হারানো রেয়ালের আত্মবিশ্বাসের পক্ষে যেন সঞ্জীবনী সুধা৷ বিশেষ করে কোচ হোসে মুরিনহো যখন শনিবার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সাবি আলন্সো, সামি খেদিরা এবং মেসুত ওয়েজিল, সকলকেই রেস্ট দিয়েছেন৷

এসি / জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য