1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়

১২ সেপ্টেম্বর ২০১৪

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ের কথা বললে অনেকেরই মনে হতে পারে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ের কথা৷ আদতে কিন্তু তা নয়৷ কারণ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়টির অবস্থান অস্ট্রেলিয়ায়৷

https://p.dw.com/p/1DAXo
Symbolbild Studentin Banner
ছবি: Fotolia/CandyBox Images

বলা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া যেমন একটি ব্যয়বহুল দেশ, তেমনি সেখানকার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচটাও অনেক বেশি৷ এরপরেই আছে সিঙ্গাপুর আর যুক্তরাষ্ট্র৷ আর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল দেশ ভারত৷ কারণ সেখানকার জীবনযাপনের ব্যয় তুলনামূলকভাবে অনেক কম৷

এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ১৫ দেশের উপর ভিত্তি করে৷ গবেষণাটি পরিচালনা করেছে ব্যাংকিং জায়ান্ট এইচএসবিসি ব্যাংক কর্তৃপক্ষ৷ বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে অস্ট্রেলিয়ায় এক বছরে এক শিক্ষার্থীর পড়ালেখা ও থাকা খাওয়া বাবদ খরচ হয় ৪২,০০০ মার্কিন ডলার৷ সিঙ্গাপুরে এর চেয়ে ৩ হাজার মার্কিন ডলার কম ব্যয়৷ অন্যদিকে ভারতে পড়তে কোন শিক্ষার্থীর খরচ হয় বছরে ৬ হাজার মার্কিন ডলার৷

Symbolbild Studentin Banner
অস্ট্রেলিয়ার পরেই আছে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র আর জার্মানিছবি: Fotolia/Andres Rodriguez

ব্যয়ের দিক থেকে তৃতীয় অবস্থান হলেও, গবেষণা প্রতিবেদনটি বলছে শিক্ষা প্রদানের মান যুক্তরাষ্ট্রেই সবচেয়ে ভালো৷ শিক্ষার মানের দিক দিয়ে দ্বিতীয় অবস্থান ব্রিটেনের, তৃতীয় অবস্থানে জার্মানি এবং চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া৷

এইচএসবিসি-র সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সিমন উইলিয়ামস বলেন, ‘‘সন্তানকে বিদেশে পড়তে পাঠানোর পেছনে বড় একটা খরচ দিতে হয় অভিভাবকদের৷ কেননা বেশিরভাগ শিক্ষার্থীই বৃত্তি না নিয়ে, অর্থাৎ প্রাইভেটে পড়ালেখা করেন৷ ফলে পড়ালেখাসহ থাকা খাওয়ার সব খরচটাই বহন করতে হয় অভিভাবককে৷''

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ৫,০০০ শিক্ষার্থীর বাবা-মা'কে প্রশ্ন করে৷ এঁদের মধ্যে ৮৯ ভাগ তাঁদের সন্তানকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান এবং ৭৪ ভাগ চান তাঁদের সন্তানকে বিদেশে পড়াতে৷ তাঁরা এটাও জানান যে, সন্তানের শিক্ষার জন্য তাঁরা তাঁদের আয়ের একটা বড় অংশ সঞ্চয় করেন৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য