1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ

৮ ফেব্রুয়ারি ২০১১

আর মাত্র এগারো দিন৷ এরপরেই মাঠে গড়াবে বিশ্বকাপ ক্রিকেটের বলটি৷ ব্যাট হাতে নেমে পড়বেন লড়াকু ক্রিকেটাররা৷ বল ঘষে গতি সৃষ্টি করবেন বোলাররা৷ আর গ্যালারি জুড়ে হবে হর্ষধ্বনি৷

https://p.dw.com/p/10Cn6
সাকিব চান দ্বিতীয় রাউন্ডে যেতেছবি: AP

এখন দলগুলোর সর্বশেষ প্রস্তুতি চলছে৷ প্রস্তুতির জন্য মাঠে আর জিমে চলছে ঘাম ঝরানো৷ তবে এর ফাঁকেই দলের কোচ, ক্যাপ্টেন কিংবা ম্যানেজার কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে৷

দ্বিতীয় রাউন্ডে যেতে চায় বাংলাদেশ

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এই পর্যায়ে বললেন, বিশ্বকাপ ক্রিকেট সহ-আয়োজক দেশ বাংলাদেশের আপাতত লক্ষ্য আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠা৷ বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী ১৯ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশের ম্যাচের মাধ্যমে শুরু হবে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট আসরের৷ গ্রুপ বি'তে বাংলাদেশ৷ সাকিবের আশা, এই গ্রুপে ভালো করেই দ্বিতীয় রাউন্ডে উঠবে বাংলাদেশ৷ তিনি বলেছেন, ‘‘এটা কোন ভাবেই অসম্ভব নয়৷''

স্মারকমুদ্রা উন্মুক্ত

আইসিসি বিশ্বকাপ ক্রিকেট-২০১১ উপলক্ষে ৩ হাজার টাকা মূল্যমানের স্মারকমুদ্রা উন্মুক্ত করেছে বাংলাদেশ৷ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মঙ্গলবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জার্মানিতে তৈরি এ মুদ্রা উন্মুক্ত করেন৷ রৌপ্য নির্মিত দশ টাকার এ স্মারকমুদ্রার মূল্য ধরা হয়েছে ৩ হাজার টাকা৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১১ এর আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ঘটনাকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ব্যাংক স্মারকমুদ্রা ইস্যুর এ উদ্যোগ নেয়৷

Cricket Spieler Ricky Ponting
রিকি পন্টিং আঙুলের চোটে ভুগছেনছবি: AP

অস্ট্রেলিয়া দলের পারফর্মেন্সের চুলচেরা বিশ্লেষণ

বিশ্বকাপে খেলার আগে এখন অস্ট্রেলিয় দলের বর্তমান অবস্থা এবং শক্তিমত্তার চুলচেরা বিশ্লেষণ চলছে৷ ক্রিকেট অস্ট্রেলিয়া এই কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে৷ বিশেষ করে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে যাবার পরই এই সিদ্ধান্ত নেয় এই সংস্থা৷ অবশ্য এ কাজের জন্য তারা উপদেষ্টা নিয়োগ দিয়েছে৷ তবে কি কেবল আগের খেলার ফলাফল বিশ্লেষণই করবে এই উপদেষ্টা? না তা নয়৷ আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের খেলাগুলোকেও আনা হয়েছে এর আওতায়৷

বিশ্বকাপ ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়া নিজেদের দল ঘোষণা করেছে বেশ কয়েকদিন আগে৷ কিন্তু এরই মধ্যে নতুন করে দল গঠনে পুনঃপরিকল্পনার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন অসিরা৷ কারণ তাদের বর্তমান দলের বেশ কিছু খেলোয়াড় ভুগছে ইনজুরি সমস্যায়৷ এর মধ্যে স্বয়ং অধিনায়ক রিকি পন্টিংও রয়েছেন৷ তিনি ভুগছেন হাতের আঙুলের চোটে৷

প্রবীণ কুমারের ভাগ্য

ভারতীয় দলের নতুন পেসার প্রবীণ কুমারের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে তা এখনো পরিষ্কার নয়৷ কনুই এ ব্যথার কারণে তিনি এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে একদিনের সিরিজে অংশ নিতে পারেন নি৷ ভাবা হয়েছিল সেই খেলাতেই হয়তো তাঁর ডেব্যু হবে৷ কিন্তু হয়নি৷ বেঙ্গালুরুতে একটি স্পোর্টস ট্রিটমেন্ট সেন্টারে হচ্ছে তাঁর চিকিৎসা৷ গতকাল সোমবার ছিল রুটিন চেকআপ৷ এখান থেকেই ভালো ফল আসলে তিনি খেলতে পারবেন এমন সম্ভাবনার কথা ছিল৷ কিন্তু সেই আশার গুড়ে বালি দিয়ে চিকিৎসকরা জানালো, আরও কদিন লাগবে তাঁর চোট কাটতে৷ ফলে তিনি বিশ্বকাপের আসরে খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন