1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফিফা তালিকার শীর্ষে জার্মানি

১৯ সেপ্টেম্বর ২০১৪

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা বৃহস্পতিবার নতুন ব়্যাংকিং তালিকা প্রকাশ করেছে৷ প্রথম তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে জার্মানি, আর্জেন্টিনা ও কলম্বিয়া৷ বাংলাদেশ ও ভারতের অবস্থান কিছুটা নেমে গেছে৷

https://p.dw.com/p/1DF5v
Weltmeister Feier Berlin 15.07.2014
ছবি: picture-alliance/dpa

ব্রাজিলে বিশ্বকাপ জয়ের সাফল্যের রেশ জার্মানি এখনো উপভোগ করছে৷ ১,৭৬৫ পয়েন্ট নিয়ে সেপ্টেম্বর মাসে ফিফার ব়্যাংকিং তালিকার শীর্ষে স্থানেই রয়ে গেছে৷ গত জুলাই মাস থেকেই সবচেয়ে শক্তিশালী ফুটবল পরাশক্তি হিসেবে এই স্থান দখলে রেখেছে জার্মানি৷

চলতি মাসের শুরুতে আর্জেন্টিানার বিরুদ্ধে একটি ম্যাচে পরাজয় সত্ত্বেও জার্মানির অবস্থান অটল রয়েছে৷ শুধু তাই নয়, পয়েন্টও সামান্য বেড়েছে৷ অন্যদিকে বিশ্বকাপে দ্বিতীয় স্থান পেয়ে আর্জেন্টিনাও ফিফা ব়্যাংকিং-এ একই অবস্থান বজায় রেখেছে৷ তারাও জার্মানির মতো গত জুলাই মাস থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে৷

তবে সবচেয়ে অবাক করেছে কলম্বিয়া৷ জুলাই ও আগস্ট মাসে ৪ নম্বরে থাকার পর এক লাফে তৃতীয় অবস্থানে এসে গেছে এই দেশ৷ এতকাল নেদারল্যান্ডস এই অবস্থানে ছিল৷ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ব্রাজিল ৬ নম্বর স্থানে উঠে গেছে৷

সেপ্টেম্বর মাসের ফিফা ব়্যাংকিং-এ বাংলাদেশ ও ভারতের অবস্থানের কিছুটা অবনতি ঘটেছে৷ আগস্ট মাসে বাংলাদেশের অবস্থান ছিল ১৭০৷ সেপ্টেম্বরে তালিকার ১৮১তম স্থানে নেমে গেছে বাংলাদেশ৷ একই সময়কালে ভারতের অবস্থান নেমে গেছে ১৫০ থেকে ১৫৮-য়৷

শুধু বাংলাদেশ বা ভারত নয়, আন্তর্জাতিক ফুটবল জগতে সার্বিকভাবে এশিয়া মহাদেশের দুর্বলতা আবার স্পষ্ট হয়ে উঠছে৷ তালিকার প্রথম ৫০টি দেশের মধ্যে একমাত্র ইরান ও জাপান এশিয়ার প্রতিনিধিত্ব করছে৷ সেপ্টেম্বর মাসে ইরানের অবস্থান ৪৪ – তার আরও চার ধাপ নীচে রয়েছে জাপান৷

এসবি/ডিজি (রয়টার্স, এসআইডি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য