1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা শুরু হচ্ছে শুক্রবার

২১ আগস্ট ২০১৪

শুক্রবার থেকে শুরু হচ্ছে বুন্ডেসলিগা৷ জার্মানি বিশ্বকাপ জেতায় বুন্ডেসলিগার প্রতি বিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এবার থাকবে আগের চেয়ে বেশি৷ এমনিতেও অবশ্য একদিক দিয়ে বিশ্বের সেরা জার্মান লিগ৷ সেটা দর্শক সংখ্যার বিচারে৷

https://p.dw.com/p/1CyFI
Symbolbild Fußballfieber in Deutschland
ছবি: eyetronic - Fotolia

বায়ার্ন আর ডর্টমুন্ড

বুন্ডেসলিগার ইতিহাসে সেরা দল নিঃসন্দেহে বায়ার্ন৷ ইদানীং ডর্টমুন্ডও বেশ ভালো খেলা দেখাচ্ছে৷ ২০১২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই দুটো দলই ফাইনালে উঠেছিল৷ এবারও এই দুটি দলের মধ্যেই একটি শিরোপা জিতবে বলে মনে করছে বাজিকররা৷

গতবার বায়ার্ন রেকর্ড সময়ে বুন্ডেসলিগার শিরোপা জিতেছিল৷ মার্চ মাসের মধ্যেই তাদের শিরোপা জয় নিশ্চিত হয়ে গিয়েছিল৷ তবে এবার এত সহজে সেটা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে৷ যদিও এবার তারা দলে ভিড়িয়েছে গতবারের সেরা স্কোরার লেভান্ডোভস্কিকে৷

প্রথম একাদশের কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মরসুম শুরু করতে হচ্ছে বায়ার্নকে৷ যেমন শোয়াইনস্টাইগার, ফ্রাংক রিবেরি, টিয়াগো আলকানতারা, রাফিনহা ইত্যাদি৷ এছাড়া কদিন আগে ডর্টমুন্ডের সঙ্গে সুপার কাপের খেলায় ইনজুরিতে পড়েছেন মার্টিনেজ৷ বেশ কয়েক সপ্তাহ, এমনকি মাসের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা কম৷ অথচ কোচ গুয়ার্দিওলার পরিকল্পনায় তিনি ছিলেন অন্যতম এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়৷ এছাড়া জার্মানির বিশ্বকাপ দলের ছয় বায়ার্ন সদস্য এখনও পুরোপুরি ফিট নন বলে জানিয়েছেন গুয়ার্দিওয়ালা৷

এদিকে, বায়ার্নের কাছে দলের সেরা স্কোরার লেভান্ডোভস্কিকে হারিয়ে তাঁর স্থান পূরণে ডর্টমুন্ড ইটালি লিগের সর্বোচ্চ গোলদাতা চিরো ইমোবিলেকে কিনেছে৷ এছাড়া দলে ভিড়িয়েছে ইটালির ফরোয়ার্ড আদ্রিয়ান রামোসকে৷ আর আগে থেকেই দলে থাকা ওবামেয়াং ফিরেছেন ফর্মে৷

ডর্টমুন্ড সমর্থকদের জন্য আরও সুখবর হলো প্রায় একবছর দলের বাইরে থাকার পর এই মরসুমে ফিরছেন ইকায় গুনডোগান৷ ইনজুরি থেকে ফিরছেন মার্কো রয়েস আর সাবোটিচের মতো খেলোয়াড়ও৷

শুক্রবার বুন্ডেসলিগার প্রথম ম্যাচ হবে বায়ার্ন আর ভল্ফসবুর্গের মধ্যে৷ ডর্টমুন্ডের ম্যাচ বায়ার লেভারকুজেনের সঙ্গে শনিবার৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য