1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলুপ্তির পথে বাংলাদেশের বন্যপ্রাণী

দেবারতি গুহ২৯ আগস্ট ২০০৮

বাংলাদেশের বহু প্রাণীও বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে বা হতে চলেছে৷ দেখা যাচ্ছে যে দেশের প্রায় ৯০০ প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে ১৫০-টি প্রজাতিই বিলুপ্তির পথে৷

https://p.dw.com/p/F7SV
হারিয়ে যাচ্ছে হরিনছবি: AP

স্তন্যপায়ী, পাখি উভচর ও সরীসৃপ প্রজাতির এসব বন্যপ্রাণীর বেশিরভাগ এখন অতি বিপন্ন, বিপন্ন বা ক্ষতিগ্রস্তের তালিকায়৷ সম্প্রতি ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ বা WTB, বাংলাদেশে বন্যপ্রাণী সংক্রান্ত এ-তথ্য দিয়েছে৷

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, যে বাড়তে থাকা জনসংখ্যার চাপ, ব্যাপক হারে বন উজাড়, বন্যপ্রাণী শিকার, নদীর নাব্য হ্রাস ও ভারসাম্যহীন পরিবেশই এই বন্যপ্রাণী বিপন্নতার অন্যতম কারণ৷ আন্তর্জাতিক বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার বা IUCN-এর বন্যপ্রাণীবিদ ও গবেষকদের মতে, সংরক্ষণ ও আইনের যথাযথ প্রয়োগের অভাবে মোট বন্যপ্রজাতির ৩০ থেকে ৪০ শতাংশ আগামী কয়েক দশকে বিলুপ্ত হয়ে যেতে পারে৷

Umwelttag
বাংলাদেশ ও ভারতে নির্বিচারে চলে বাঘ হত্যা ...ছবি: AP

WTB-র নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশের ৯০ শতাংশ মানুষই জানেন না যে দেশে একটি বন্যপ্রাণী সংরক্ষণে আইন রয়েছে৷ WTB জানায়, যে ইতিমধ্যেই স্তন্যপায়ী প্রজাতির মধ্যে গণ্ডারের ৩টি, বনগরুর ২টি, নেকড়ে, হরিণের ২টি, বনমহিষ, নীলগাই, পাখি প্রজাতির ২টি এবং একটি প্রজাতির সরীসৃপ বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশে৷ আর এছাড়াও, বিপন্ন অবস্থায় রয়েছে ৪৩-টি প্রজাতির স্তন্যপায়ী, ৪-টি প্রজাতির পাখি, ৮-টি প্রজাতির উভচর ও ৬৩-টি প্রজাতির সরীসৃপ৷ বিপন্ন অবস্থায় রয়েছে লজ্জাবতী বানর, পারাইল্লা বানর, কুলু বানর, উল্লুক, রামকুত্তা, গেছোবাঘ, চিতা বাঘ, উদবিড়াল, ভাল্লুক, শুশুক, বনছাগল, সেম্বার, মুখপোড়া হনুমান, বনবিড়াল, মেছোবাঘ, কাকড়াভুক বেজি, ভোদড়, কালো ভাল্লুক, বাগডাস, মায়াহরিণ আরো কতো কি !

পাখিদের মধ্যেও বিলুপ্ত হয়ে গেছে লালসির হাঁস ও ময়ূর৷ অতি বিপন্ন পাখির তালিকায় রয়েছে কালো তিতির, কাঠময়ূর, বাদিহাঁস, বাঞ্জাহাঁস, রাজধনেশ, পাহাড়ি ঘুঘু, হরিয়াল, কোরাল, লালশির শকুন, হারগিলা, পাহাড়ি ময়না, মথুরা, কাওধনেশ, ঈগল পেঁচা, হটটিটি, সাদা ঊগল, মাদল টাক প্রভৃতি৷ এছাড়া উভচর প্রজাতির মধ্যে সবুজ ও গোছো ব্যাঙ-ও এখন বিপন্ন প্রাণীর তালিকায়৷ এমনকি হলুদ পাহাড়ি কাছ্ছপও অতি বিপন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে WTB৷ আর সরীসৃপ প্রজাতিতে বিলুপ্ত হতে চলেছে মিষ্টিজলের কুমির৷