1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিভিন্ন সন্ত্রাসী কাণ্ডের তদন্তে দিল্লি পুলিশের বড় রকম সাফল্য

৩০ নভেম্বর ২০১১

দেশের বিভিন্ন স্থান থেকে ইন্ডিয়ান মুজাহিদিনের সন্দেহভাজন ৬ জনকে গ্রেপ্তার করে ২০১০ সালের দিল্লি, ব্যাঙ্গালোর ও পুনে শহরে সন্ত্রাসী কাণ্ডের তদন্তে বড় রকম সাফল্য পেয়েছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ৷

https://p.dw.com/p/13JkD
Indian police secure the scene of a blast outside the High Court in New Delhi, India, Wednesday, Sept. 7, 2011. A bomb apparently hidden in a briefcase exploded Wednesday morning outside a gate crowded with petitioners waiting to enter the High Court in New Delhi.(AP Photo/Kevin Frayer)
ফাইল ছবিছবি: AP

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থান থেকে দু'জন পাকিস্তানি সহ ইন্ডিয়ান মুজাহিদিনের ৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পেরেছে বলে দিল্লি পুলিশের গোয়েন্দা শাখা আজ দাবি করেছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরম আজ সংবাদ মাধ্যমকে বলেন, তদন্ত চলছে৷ সন্দেহ গত বছরের ১৩ই ফেব্রুয়ারি পুনের জার্মান বেকারিতে বিস্ফোরণ, ১৭ই এপ্রিল ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণ এবং ৯ই সেপ্টেম্বর দিল্লির জুমা মসজিদে গুলি বর্ষণ ও বিস্ফোরণের সঙ্গে এরা জড়িত৷

গোয়েন্দা বিভাগের মতে, এইসব সন্ত্রাসী তৎপরতার পেছনে যার সবথেকে বড় হাত সেই ইমরান এখনো ধরা পড়েনি৷ ইন্ডিয়ান মুজাহিদিনের বিভিন্ন মডিউলের মধ্যে সমন্বয় করতো, টাকাপয়সা জোগাতো, বিভিন্ন সাজসরঞ্জাম সরবরাহ করতো এই ইমরান৷ পুলিশের মতে, সন্ত্রাসী চক্রে যাঁরা নতুন তাঁদেরকে সামনে রেখে এরা অপারেশন চালায়৷ পুলিশ রেকর্ডে নতুনদের বিরুদ্ধে তথ্যউপাত্ত বেশি নেই বলে ধরা পড়লেও তা প্রমাণ করা পুলিশের পক্ষে কঠিন৷

ধৃত ৬ জনের মধ্যে জামিল ও আজমল পাকিস্তানি৷ ২৪শে নভেম্বর বিহারের মধুবনিতে এরা দিল্লি পুলিশের বিশেষ সেলের হাতে ধরা পড়ে৷ জাল পাসপোর্ট নিয়ে এরা ভারতে ঢুকেছিল৷ এদের জিজ্ঞাদাবাদ চলছে৷ সন্দেহ নেপাল ও ভারত থেকে নাশকতা কাজের জন্য যুবকদের নিয়োগ করতো এরা৷

উল্লেখ্য, পুনের জার্মান বেকারি বিস্ফোরণে নিহত হয় ১৭ জন, আহত ৬০ জন৷ ইহুদি চাবাড হাউসের সামনে জার্মান বেকারি বিস্ফোরণে গ্রেপ্তার করা হয়েছিল ৪০ জনকে৷ তার মধ্যে ছিল দুজন ইন্ডিয়ান মুজাহিদিন৷

আইপিএল ক্রিকেট ম্যাচের আগে ব্যাঙ্গালোর চিন্নাই স্টেডিয়ামের বিস্ফোরণে আহত হয়েছিল ১৭ জন৷ দিল্লি কমনওয়েলথ গেমস-এর আগে দিল্লি জুমা মসজিদের সামনে তাইওয়ানের দুজন পর্যটককে লক্ষ্য করে গুলি চলে৷ তারপরই সামনে পার্ক করা একটি গাড়িতে বোমা বিস্ফোরিত হয়৷ চিন্নাই স্টেডিয়াম ও জুমা মসজিদ বিস্ফোরণের মধ্যে একটা মিল খুঁজে পায় পুলিশ৷ অপরাধীদের কাছ থেকে পাওয়া তথ্যাদি যাচাই করে দেখতে তা পাঠানো হচ্ছে কর্নাটক ও মহারাষ্ট্র পুলিশের কাছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য