বিজয়ী বন্ধুকে অভিনন্দন! | পাঠক ভাবনা | DW | 23.07.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিজয়ী বন্ধুকে অভিনন্দন!

বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষ্যে ২৭শে জুন পাঠক বন্ধুদের জন্য বাংলা বিভাগ আয়োজিত কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ছিলো, ২০১৪ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে হবেন বলে আপনি মনে করেন?

এতে আমরা ফেসবুক এবং ই-মেলে উত্তরপত্র পেয়েছি দুই হাজারেরও বেশি৷ সঠিক উত্তর – হামেস রডরিগেস, তিনি ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ‘গোল্ডেন বুট বিজয়ী৷ এই উত্তরটি দিতে পেরেছেন মাত্র চারজন বন্ধু৷ যদিও সঠিক উত্তরদাতাদের নাম আমাদের দৃষ্টি এড়িয়ে গিয়েছিলো, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত৷ তবে আমাদের বহু পুরনো বন্ধু ডা. সিদ্ধার্থ সরকার এ ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তাঁর স্ত্রী চৈতালী সরকারের উত্তরটিও সঠিক ছিলো৷ যাই হোক ভাই সিদ্ধার্থ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, পুরনো দিনের মতো আমাদের ক্রুটি ধরিয়ে দেবার জন্য৷ সঠিক উত্তরদাতা চারজনের মধ্যে লটারি করা হয়েছে, ভাগ্যবান বিজয়ী হয়েছেন, বজলুজ্জামান বিজয়ী বন্ধুকে অভিনন্দন! আপনার কাছে অনুরোধ, আপনার পোস্টাল অ্যাড্রেসটি আমাদের কাছে পাঠিয়ে দেবেন৷ ফেসবুকের মেসেজ বক্স অথবা ই-মেলে৷ যাঁরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ৷

পাঠকদের মতামত

পাঠক বন্ধু বারিক লিখেছেন, ‘‘মাথার খুসকি দূর করার উপায় নিয়ে ডয়চে ভেলের এই ছবিঘরটি পাঠকদের উপকারে আসবে বলে আমি মনে করি৷ তাছাড়া ডয়চে ভেলের হেলথ বিষয়ে টিপসগুলো দারুণ৷''

তিনি আরো লিখেছেন, ‘‘ঘরে বসেই ডয়চে ভেলের পাঠকরা বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য সেবা পাচ্ছে৷ এটি একটি অসাধারণ ওয়েবসাইট৷ হেলথ থেকে শুরু করে সব ধরনের বিনোদন সহ বিশ্বের কোন প্রান্তে কি ঘটলো তার চুলচেরা বিশ্লেষণ, তথাপি নানা কারণে dw.de/bengali এই ঠিকানাটি বিখ্যাত৷

আপনাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান অন্বেষণ একুশে টেলিভিশনে দেখলাম৷ অনেক তথ্যে ভরা এই অনুষ্ঠান৷ অনুষ্ঠানটি যে দেখেনি তাকে বলে বোঝানো যাবে না৷ এ সপ্তাহের পর্বে আগ্নেয়গিরি নিয়ে প্রতিবেদনটি আমার দারুণ লেগেছে৷ এই প্রতিবেদনের মাধ্যমে আমার অজানা অনেক বিষয় জানতে পেরেছি৷ তাছাড়া হোয়াটসঅ্যাপ-এর মত জার্মানির তৈরি একটি মেসেনজারের খবরও ছিলো সময়োপযোগী৷ এর ফাঁকে আপনাদেরকে বলতে চাই৷ ডয়চে ভেলের হোয়াটসঅ্যাপ এবং ভাইবার অ্যাকাউন্ট থাকা অত্যন্ত প্রয়োজন৷ এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমরা বিনা খরচে ডয়চে ভেলেকে নিয়ে আমাদের মনের কথা আপনাদের জানাতে পারবো৷ এই দুটি অ্যাকাউন্টিই আমার রয়েছে৷ চাইলে আপনারা আমাকে অ্যাড করতে পারেন৷'' এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া৷

ডয়চে ভেলের বাংলা বিভাগ, ‘‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আমার ও আমার ক্লাবের পক্ষ হতে জানাই ঈদের শুভেচ্ছা৷ ঈদ মোবারক৷ বিশ্বকাপ জয়ের সাথে ঈদ হোক আরও মধুর৷ জাতি, ধর্ম-বর্ণ, ধনী-গরীব, ছোট-বড় সকলের জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ৷ প্রতিটা ঘরে ঘরে উঠুক নতুন ঈদের চাঁদ, প্রতিটা মুখে উল্লসিত হোক ঈদের হাসি৷ ঈদ হোক আনন্দের, দূর হোক দুঃখ-কষ্ট৷ ঈদ স্মরণীয় হয়ে থাকুক সকলের জীবনে৷ সেই প্রত্যাশায় আবারো সকলকে জানাই ঈদ মোবারক৷ আল্লাহ হাফেজ৷'' মোহাম্মাদ কামাল হোসাইন, জগন্নাথদী মোল্লাবাড়ী, ব্যাসদী গাজনা, মধুখালী, ফরিদপুর৷

‘‘বায়ো-ডিজেল প্রযুক্তি উদ্ভাবনে ভারতের সাফল্য'' পড়লাম৷ আমি জ্যাট্রোফা নিয়ে বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেছি৷ আপনাদের সাথে কাজ ও গবেষণা করতে ইচ্ছুক৷ কী ভাবে যোগাযোগ করব? অপূর্ব শীট, ভারতের কল্যাণী থেকে লিখেছেন৷

– পাঠক বন্ধুদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য৷ প্রত্যাশা-এভাবেই সব সময় সাথে থাকবেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন