1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার মেসির ‘পরীক্ষা’

১৫ এপ্রিল ২০১৪

এতদিন বলা হতো, মেসি বার্সেলোনায় যতটা, আর্জেন্টিনার জন্য নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টায় ঠিক ততটা আন্তরিক নন৷ এবার উল্টো অভিযোগ শুনতে হচ্ছে তাঁকে৷ রেয়ালের বিপক্ষে কিংস কাপ ফাইনালে কি পারবেন অভিযোগের জবাব দিতে?

https://p.dw.com/p/1BhmQ
অভিযোগ – আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য বার্সেলোনার ম্যাচে পা বাঁচিয়ে খেলছেন মেসি!ছবি: imago/Ulmer

ব্রাজিল বিশ্বকাপ শুরু হতে বেশি বাকি নেই৷ আগামী জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবলের এই মহাযজ্ঞে তৃতীয় সাফল্যের আশায় মেসির দিকেই তাকিয়ে আছে আর্জেন্টিনা৷ চার বছর আগে নিরাশ হতে হয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের৷ মেসি প্রত্যাশা মতো উজ্জ্বলতা ছড়াতে পারেননি, দক্ষিণ অ্যামেরিকার দেশটিও পারেনি বিশ্বকাপ জিততে৷ ফলে মেসির সমালোচনায় মুখর ছিলেন অনেকে৷ তাঁদের বক্তব্য ছিল একটাই, মেসি বার্সেলোনার জন্য নিজের সেরাটা মেলে দিলেও, জাতীয় দলের হয়ে খেলার সময় গুটিয়ে রাখেন নিজেকে৷ একজন পেশাদার ফুটবলারের জন্য এর চেয়ে দুঃখজনক অভিযোগ কমই হয়৷ মেসি এ সমালোচনার মৌখিক জবাব দিয়েছেন বারবার৷ কিন্তু মুখের কথার কার্যকারিতা তো সীমিত৷ চাই কথা আর কাজের সঙ্গতি, যা শুধু মাঠের নৈপুণ্যে দেখানো সম্ভব৷ ২০১৪ বিশ্বকাপ শুরুর আগে কি সেই সমালোচনার জবাব দেয়ার জন্যই নিজেকে তৈরি রাখছেন লিওনেল মেসি?

Classico Messi Real Madrid vs Barcelona
কদিন আগে লিগ ম্যাচে রেয়ালকে হারিয়েছে বার্সেলোনাছবি: picture-alliance/dpa

এ প্রশ্নটাও সমালোচকদের৷ তাঁদের সাম্প্রতিক অভিযোগ, মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য বার্সেলোনার ম্যাচে পা বাঁচিয়ে খেলছেন৷ কথাটা উঠেছে মূলত অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার পর৷ সেই ম্যাচের পর স্প্যানিশ লা লিগায় গ্রানাডার কাছেও ১-০ গোলে হেরেছে বার্সা৷ সমালোচনাটা তাই আরো ভিত্তি পেয়েছে৷ বুধবার তাঁর বিপক্ষে ওঠা অভিযোগকে ভিত্তিহীন প্রমাণ করার বড় একটা সুযোগ পাচ্ছেন মেসি৷ চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে কিংস কাপ, অর্থাৎ স্প্যানিশ কাপ ফাইনালে জয়ের জন্য তাই উন্মুখ হয়ে আছে বার্সেলোনা৷ এ মুহূর্তে তৃতীয় স্থানে নেমে যাওয়ায় বার্সার স্প্যানিশ লিগে চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা খুবই ক্ষীণ৷ তাই মৌসুমে অন্তত একটি শিরোপা জয় নিশ্চিত করতে বুধবারের ফাইনালে মেসিও যে মরিয়া চেষ্টা চালাবেন তাতে আর সন্দেহ কী!

Atletico Madrid vs. FC Barcelona Champions League Viertelfinale 09.04.2014
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সাছবি: Reuters

ম্যাচটি হবে ভ্যালেন্সিয়ার মেস্টালায়৷ এ মাঠেই চার বছর আগে বার্সাকে ১-০ গোলে হারিয়ে কিংস কাপ জিতেছিল রেয়াল মাদ্রিদ৷ কিন্তু সেদিন দৃষ্টিনন্দন হেডে গোল করে বার্সা সমর্থকদের হতাশায় ডোবানো ক্রিস্টিয়ানো রোনাল্ডো বুধবার খেলবেন কিনা বলা যাচ্ছে না৷ চোট সমস্যার কারণে রেয়ালের হয়ে শেষ দুটো ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো৷ তারপরও অবশ্য স্প্যানিশ লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের ঠিক পেছনে, অর্থাৎ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেয়াল৷ কিংস কাপ জিতলে এ মৌসুমে ‘ট্রেবল' জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রাখবে তারা৷

তবে এল ক্লাসিকোর সাম্প্রতিক পারফর্ম্যান্স এবং কিংস কাপের ইতিহাস বার্সেলোনার পক্ষেই কথা বলছে৷ লা লিগায় এ মৌসুমে দুবার বার্সার মুখোমুখি হয়েছে রেয়াল৷ দু'বারই হেরেছে৷ ন্যু ক্যাম্পে প্রথমবার মেসির দল জিতেছিল ২-১ গোলে, পরের বার নিজেদের মাঠ ব্যার্নাবেউ-তেও রেয়াল হেরে যায় ৪-৩ গোলে৷ কিংস কাপে সর্বোচ্চ ২৬ বার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা৷ রেয়াল ১৮ বার৷ এ আসরে দু'দল মুখোমুখি হয়েছে মোট ৩৪ বার৷ বার্সা জিতেছে ১৫ বার, হেরেছে ১১ বার আর ড্র হয়েছে সাতটি ম্যাচ৷

অতি সাম্প্রতিক ফর্ম ছাড়া সবই তো বার্সেলোনারই পক্ষে৷ মেসি কি পারবেন ম্যাচের ফলাফলটাও নিজেদের পক্ষে রেখে নতুন করে ওঠা সমালোচনার জবাব দিতে?

এসিবি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য