1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাদশাহ আব্দুল্লাহর জন্য শোক, শ্রদ্ধা আর সমালোচনা

২৩ জানুয়ারি ২০১৫

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ৷ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভূমিকার জন্য বিশ্বনেতারা তাঁর প্রশংসা করছেন৷ তবে টুইটারে প্রশংসার পাশাপাশি সমালোচনাও হচ্ছে তাঁর৷

https://p.dw.com/p/1EPfI
Saudi-Arabiens König Abdullah ist tot
ছবি: Reuters

মৃত্যুর সময় আব্দুল্লাহ বিন আব্দুলআজিজের বয়স হয়েছিল ৯০ বছর৷ ২২ জন স্ত্রী এবং অনেক সন্তান রেখে যাওয়া সৌদি বাদশাহর মৃত্যুতে বিশ্বনেতারা শোক প্রকাশ করেছেন৷ সংবাদ মাধ্যম জুড়ে ছিল জীবনীসহ মৃত্যুর খবর৷

ইউটিউবেও এসেছে সদ্যপ্রয়াত সৌদি বাদশাহকে নিয়ে বেশ কিছু ভিডিও৷ সেখানেও ছিল তাঁর জীবন এবং অর্জন নিয়ে পর্যালোচনা৷

বাদশাহ আব্দুল্লাহর এক ভক্ত প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেছেন টুইটারে:

আরেকজন ৯০ বছর বয়সে সৌদি বাদশাহর মৃত্যুকে সে দেশের জন্য খুব বড় ক্ষতি হিসেবে বর্ণনা করে সৌদি জনগণের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন:

আব্দুল হামিদ আহমাদ নামের একজন মনে করেন একজন সংস্কারক হিসেবে বাদশা আব্দুল্লাহকে মনে রাখবে এই বিশ্ব৷

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সৌদি বাদশাহর মৃত্যুতে তেলের দাম বেড়ে গেছে৷

রাজতন্ত্রের দেশ সৌদি আরবের শাসক হিসেবে বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের অনেক সমালোচনাও আছে৷ তারই সামান্য একটু অংশ তুলে ধরেছেন পাশ্চাত্যের এক নাগরিক:

পশ্চিমা দুনিয়ার একজন আবার মজার একটু বিষয় তুলে ধরেছেন৷ তিনি জানিয়েছেন, ৯০ বছর বয়সে বাদশা আব্দুল্লাহ মারা যাওয়ায় ব্রিটেনের রানী এলিজাবেথই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সি রাজতান্ত্রিক শাসক!

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন