1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বন্ধু কি খবর বল’

৪ আগস্ট ২০১৪

রবিবার, অর্থাৎ ৩রা আগস্ট ছিল বিশ্ব বন্ধু দিবস৷ এই দিবসটি নিয়ে অনেকেই তাই সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন ব্লগ বা ফেসবুকে গল্প, কবিতা এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছেন৷ আজ তারই কিছু তুলে দেয়া হলো পাঠকদের জন্য৷

https://p.dw.com/p/1CoOD
Symbolbild Nahrung teilen
ছবি: picture-alliance/Bildagentur-online

হাসান ফেরদৌস সামহয়্যার ইন ব্লগে লিখেছেন, ‘‘মানুষ সৃষ্টিলগ্ন থেকে একা৷ কিন্তু সৃষ্টিকর্তা জানেন এই একাকীত্বের যন্ত্রণা মানুষের কাছে অসহনীয় ঠেকবে, তার মনের গহীনে প্রতি মুহূর্তে জমতে থাকা কথাগুলো কাউকে জানানোর জন্য সে ব্যাকুল হয়ে উঠবে, মানুষের একজন সঙ্গী প্রয়োজন যে তাকে সঙ্গ দিবে, যার সাথে সে মনের ভাব প্রকাশ করবে৷ তাই তিনি মানুষের জন্য বন্ধু সৃষ্টি করেছেন৷''

তিনি লিখেছেন, ‘‘প্রকৃত বন্ধু হলো সেই যে অন্য বন্ধুর বিপদে পাশে থাকে, ডাকলেই সাড়া দেয়৷ একজন ভালো বন্ধুই পারে বন্ধুর পথকে মসৃণ করে তুলতে৷''

টোকন ঠাকুর একই ব্লগে লিখেছেন,‘‘বন্ধুর কান্নার জন্যে, তার ভেঙে পড়াকে প্রশ্রয় দেবার জন্যে, নারীর ভালোবাসায় টক্কর খাওয়া বন্ধুর সমস্ত শূন্যতা ধরবার জন্যে আমার বুক নিশ্চিত-নির্ভরতা৷ কারণ, আমরা বন্ধু৷ বহু বহুদিন দেখা না হলেও আমরা বন্ধু৷ অনেকদিন কথা না হলেও বন্ধু৷ অনেকদিন পর দেখা হলেও, কথা শুরু হয় এমনভাবে, যেন, গতকালও দেখা হয়েছে৷''

তিনি অবশ্য এ সব দিবস পালনের বিরোধী৷ তাই লিখেছেন, ‘‘প্রাচ্যের মানুষ আমি, নিঃসঙ্গ পশ্চিমের এই নানারকম ‘দিবস' পালনে নীতিগতভাবে ঘোর বিরোধী৷ কিন্তু আমাদের দেশের গণমাধ্যম মূলত পশ্চিমের রেওয়াজেই গলা ভাজে৷ তাই পশ্চিমের দেখাদেখি বাবা-মা দিবস পালন হয় কিছুকাল দেখছি৷ বন্ধুত্ব দিবসও এইরকমই হচ্ছে আর কি৷''

লিখেছেন, ‘‘নানা ঘাটে, নানান ঢেউয়ে ভেসে ভেসে গেছি৷ বন্দরে বন্দরে ঘুরে ঘুরে কত বন্ধু পেয়েছি৷ স্রেফ সম্পদ সেই বন্ধুত্ব৷ সোনালি সম্পদ পুরোনো হয় না৷ বন্ধুত্ব একটা অর্জন৷ বন্ধুত্ব বলে-কয়ে হয় না কারো সঙ্গে৷ ‘আপনি', ‘তুমি'-র বন্ধুত্বও আমার কম নয়৷ আমার বন্ধুত্বের পাটাতনে নারী-পুরুষ আলাদা কিছু নেই৷''

সুমাইয়া বরকতউল্লাহ বন্ধু দিবস উপলক্ষ্যে একটি কবিতা লিখেছেন,

‘‘আছে অনেক বন্ধু আমার, বন্ধু কোথায় নাইরে

বন্ধু আছে গ্রাম শহরে, দেশে এবং বাইরে৷

ফেসবুকেতে বন্ধু আছে এবং ব্লগে নেটে

বন্ধু আছে স্কুল-কলেজে, দেখছি আরো ঘেটে৷

বন্ধু বন্ধু বন্ধু আমার, বন্ধুরা হাই হ্যালো

আজকে হলো বন্ধু দিবস ‘কেমন আছো, ভালো?'

সবার জন্য শুভেচ্ছা আর, অনেক অনেক আদর

পাঠিয়ে দিলাম উজার করে, ভালোবাসার চাদর৷''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ