1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেটেল শেষমেষ জার্মান গ্রঁ প্রি জিতলেন

৯ জুলাই ২০১৩

ফর্মুলা ওয়ানে মিশায়েল শুমাখারের পর সেরা জার্মান ড্রাইভার সেবাস্টিয়ান ফেটেল স্বদেশের মাটিতে জয়ী হতে পারলেন, স্বদেশের মানুষের সামনে৷ কিন্তু টায়ারের সমস্যা থেকেই গেল৷

https://p.dw.com/p/193zP
ছবি: Reuters

ঠিক অ্যান্ডি মারের উইম্বলডন জেতার মতো না হলেও, ২৫ বছর বয়সের সদা হাস্যমুখ জার্মান তরুণটির ন্যুরবুর্গরিং-এ জেতার অনুভূতি প্রায় মারের আবেগের কাছাকাছি পৌঁছে যায়৷ পর পর তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ফেটেলের দেশের মাটিতে একবার জেতার প্রয়োজন ছিল৷ চলতি পয়েন্টের তালিকায় ফেটেল এখন বাকিদের থেকে ৩৪ পয়েন্টে এগিয়ে৷

ন্যুরবু্র্গরিং-এ ফেটেল জিতলেন কিছুটা অস্বাভাবিক পরিস্থিতিতে৷ তার আগে সিলভারস্টোনে একাধিক গাড়ির টায়ার ফাটা নিয়ে ড্রাইভারদের ধর্মঘট করার কথাও শোনা যাচ্ছিল৷ শেষে টায়ার নির্মাতা পিরেল্লি টায়ারের ভিতরে ইস্পাতের বেল্টের পরিবর্তে কেভলার সিন্থেটিক ফাইবারের বেল্ট বসানো একটি অপেক্ষাকৃত নিরাপদ রিয়ার টায়ার সরবরাহ করে নিজের ও ফর্মুলা ওয়ানের মুখরক্ষা করে৷ বলতে কি, এর পরে হাঙ্গেরির উঙ্গারোরিং-এর দৌড়েই এ টায়ার আর ব্যবহৃত হবে না৷

হাঙ্গেরির দৌড় থেকে নাকি টায়ারের ব্যাপারে আর একটু দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হবে৷ আগামী ১৭ থেকে ১৯ জুলাই সিলভারস্টোনে তরুণ ড্রাইভারদের যে টেস্ট-এর ব্যবস্থা করা হয়েছে, সেখানে ফর্মুলা ওয়ানের ড্রাইভাররা একটি বিশেষ টেস্টিং সেসনে নতুন টায়ারগুলো টেস্ট করার সুযোগ পাবেন – যে টায়ারগুলো হবে ২০১২ সালের মরশুমের টায়ারগুলোর অনুরূপ৷ হাঙ্গেরিতে এই টায়ারগুলোই ব্যবহার করা হবে৷ কাজেই ফেটেল যেমন বলেছেন: ‘‘এই মুহূর্তে আমরা ঠিক জানি না, আমরা হাঙ্গেরিতে কি টায়ার নিয়ে চালাবো৷''

তবে সেটা যে ন্যুরবুর্গরিং-এর কেভলার বেল্ট বসানো পিছনের টায়ারগুলো হবে না, সেটা ফেটেল ও রেড বুল টিমের জানা৷ অথচ ন্যুরবুর্গরিং-এ এই রিয়ার টায়ারগুলোর ডিগ্রেডেশন হয়েছে কম, নিরাপত্তাও ছিল বেশি, কাজেই এগুলিকে বিদায় দিতে রেড বুলের কিছুটা মন কেমন করবে বৈকি৷ অন্যদিকে ন্যুরবুর্গরিং-এ দ্বিতীয় হয়েছেন লোটাস দলের রোম্যাঁ গ্রোজঁ৷ তিনি বলেছেন: তিনি বুদাপেস্ট থেকে যে নতুন টায়ারগুলি ব্যবহৃত হবে, সেগুলির প্রত্যাশায় রয়েছেন৷ এছাড়া, গত বছরের টায়ারগুলো এ বছরের চেয়ে ভালো ছিল বলেই তাঁর ধারণা৷

Formel 1 Deutschland Nürburgring Juli 2013
ফেটেল শেষমেষ জার্মান গ্রঁ প্রি জিতলেনছবি: Reuters

ন্যুরবুর্গরিং-এর দৌড়ে কেভলার যুক্ত টায়ারগুলোর পার্ফর্মেন্স দেখে শুধুমাত্র একটি টিম মাথামুণ্ডু কিছু বুঝে উঠতে পারেনি এবং তারা হল মার্সিডিজ৷ গত রবিবার গোটা জার্মানিতে গ্রীষ্ম ছিল সত্যিই গ্রীষ্মের মতো, ন্যুরবুর্গরিং-এও তাই৷ তার ফলে হয়ত টায়ারের রাবার প্রভাবিত হয়েছিল৷ যাই হোক, মার্সিডিজের লিউয়িস হ্যামিল্টন পোল পোজিশন থেকে শুরু করে পঞ্চম স্থানে দৌড় শেষ করেন৷ দলের অপর ড্রাইভার নিকো রসব্যার্গ দৌড় শেষ করেন নবম স্থানে৷

বুদাপেস্টের দৌড়ের আগে তিন সপ্তাহ বিরতি৷ মাঝে পড়বে সিলভারস্টোনের টেস্টিং৷ ফর্মুলা ওয়ানের টায়ার কাহিনির যে সেখানেও সমাপ্তি ঘটবে, এমন আশা করাটা হয়ত ভুল হবে৷

এপি/ডিজি (রয়টার্স) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য