1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলার থেকে মৌলবাদী

২২ নভেম্বর ২০১৩

একসময় খেলেছেন জার্মান জাতীয় দলের বর্তমান ফুটবলার সামি খেদিরা আর কেভিন প্রিন্স বোয়েটাং-এর সঙ্গে৷ এরপর হয়ে যান মৌলবাদী৷ ফলাফল – সিরিয়ায় গমন এবং সেখানে মৃত্যু৷ নাম তাঁর বুরাক কারান৷

https://p.dw.com/p/1AM1a
Der frühere Fußballer und U17-Nationalspieler Burak Karan (Archivfoto vom 26.01.2008 im Trikot von Alemannia Aachen) ist offenbar bei Kämpfen in Syrien ums Leben gekommen. Deutsche Sicherheitskreise bestätigten am 18.11.2013 auf dpa-Anfrage entsprechende Berichte der «Bild»-Zeitung und des Nachrichtenmagazins «Focus». Der junge Mann sei schon vor längerer Zeit ins Visier der deutschen Sicherheitsbehörden geraten. Er habe sich radikalisiert und sei etwa bei gewalttätigen Demonstrationen in Erscheinung getreten. Weitere Details wurden nicht genannt. Foto: Marcel Decoux/ dpa (zu dpa "Ex-Junioren-Nationalspieler stirbt in syrischem Bürgerkrieg" vom 18.11.2013)
ছবি: picture-alliance/dpa

জার্মানি অনূর্ধ্ব ১৬ ও ১৭ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেন তুর্কি অভিবাসী বাবা-মার সন্তান কারান৷ সবশেষ খেলেছেন ২০০৮ সালের ২৯ মার্চ, তাঁর দল আলেমানিয়া আখেনের হয়ে৷ এর কদিন পর ২০ বছর বয়সে ফুটবল খেলা ছেড়ে দেন জার্মানিতে জন্ম নেয়া ও বেড়ে ওঠা কারান৷

এরপর কেটে গেছে পাঁচ বছর৷ তারপর আবার খবরে এলেন তিনি৷ সম্প্রতি জার্মানির জনপ্রিয় ‘বিল্ড' পত্রিকা জানিয়েছে, অক্টোবরের প্রথম দিকে সিরিয়ায় আকাশ থেকে চালানো এক হামলায় নিহত হয়েছেন কারান৷ তাঁর ভাই মুস্তফা বিল্ডকে এই খবর দিয়েছেন৷ তিনি বলেন, সিরীয় যুদ্ধে আহতদের চিকিৎসা সহায়তা দিতে সাত মাস আগে স্ত্রী ও দুই সন্তান সহ সিরিয়া-তুরস্ক সীমান্তে গিয়েছিলেন কারান৷

তবে কারান জিহাদিদের সঙ্গে মিলে সিরিয়ার যুদ্ধে অংশ নেয়নি বলে দাবি করেন মুস্তফা৷ তিনি বলেন, ‘‘যদি সে অস্ত্র হাতে তুলে নিয়ে থাকে, তবে সেটা চিকিৎসা পণ্য পরিবহণকারী যানবাহনের নিরাপত্তার স্বার্থে নিয়েছে৷ এ পরিস্থিতিতে সে কি পাথর ছুঁড়ে মারতো?''

মিডফিল্ডার কারান যখন আখেন দলে যোগ দেন সেসময় কোচ তাঁর সম্পর্কে বলেছিলেন, ‘‘সে ভালো পাস দিতে পারে৷ বল নিয়ন্ত্রণে রাখতেও পারদর্শী সে৷''

ফলে খেলার মধ্যে থাকলে একসময় হয়ত জাতীয় দলের হয়েও খেলার সুযোগ পেতেন কারান৷ কিন্তু সেটা আর হয়ে ওঠেনি৷ এ জন্য কারানের পরিবার এমরাহ এর্দোয়ান নামের এক ব্যক্তিকে দায়ী করেন৷ তার সংস্পর্শে এসেই কারান মৌলবাদের দিকে ঝুঁকে পড়ে বলে অভিযোগ তাঁদের৷

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার খবরও বলছে যে, ২০১০ সালে একবার কারান এর্দোয়ানের সঙ্গে আফগানিস্তান যাওয়ার চেষ্টা করেছিলেন৷ জার্মানির আরেক সাপ্তাহিক ‘স্পিগেল' এর অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য৷

জেডএইচ/ডিজি (এএফপি, স্পিগেল)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য