1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদ্ধার কাজে জার্মান সহায়তা

রোডিয়োন এবিগহাউজেন/ জেডএইচ১০ নভেম্বর ২০১৩

ঘূর্ণিঝড় হাইয়ানের ভয়াবহতার ছবি দেখে মর্মাহত সবাই৷ তাই সারা বিশ্ব থেকে শোকবার্তার পাশাপাশি আসছে সহায়তার ঘোষণা৷ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ফিলিপাইন্সকে ৫ লাখ ইউরো দেয়ার ঘোষণা দিয়েছেন৷

https://p.dw.com/p/1AF05
ছবি: Reuters

পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বলেছেন, জার্মানি সাহায্য করতে চায় এবং জার্মানি সাহায্য করবে৷ এদিকে জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন৷

জার্মানির সরকারি সাহায্য সংস্থা টিএইচডাব্লিউ (টেসনিশে হিলফসভের্ক) ফিলিপাইন্সে একটি পর্যবেক্ষক দল পাঠিয়েছে৷ তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে সেখানে সহায়তা পাঠানো হবে৷ বিশেষ করে পানি বিশুদ্ধকরণ, অবকাঠামো সংস্কার ও অস্থায়ী বাসস্থান গড়ে তোলার মতো কাজ করতে চায় টিএইচডাব্লিউ৷

ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে সংস্থার মুখপাত্র বলেছেন, তাদের পাঠানো প্রতিনিধি দলটি ফিলিপাইন্সের জার্মান দূতাবাসের সঙ্গে পরামর্শ করে অবস্থা বোঝার চেষ্টা করবে৷

জার্মানির আরেক সংস্থা কারিতাস ইতিমধ্যে ফিলিপাইন্সের দুর্গতদের জন্য অর্থ সহায়তা চেয়েছে৷

অন্যান্য সংস্থা ও দেশ

ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ, আইএসএআর ফিলিপাইন্সে একটি ২৪ সদস্যের মেডিক্যাল টিম পাঠিয়েছে৷ অর্থ সহায়তার আবেদন করেছে জাতিসংঘের সংস্থা ইউনিসেফ

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সব ধরনের মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন৷ মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা ১ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে৷ ইউরোপীয় ইউনিয়ন ত্রাণকাজে সহায়তা হিসেবে ৩০ লাখ ইউরো দেয়ার কথা বলেছে৷ অস্ট্রেলিয়াও ৩ লাখ ৫৯ হাজার মার্কিন ডলার দিতে চেয়েছে৷ এদিকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা বিশ্ব খাদ্য কর্মসূচি প্রতিদিন ১ লাখ ২০ হাজার মানুষের খাদ্য সংস্থানের ব্যবস্থা করছে বলে জানিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য